বাংলা নিউজ > ময়দান > ১০২/২ থেকে ১২৪/৮! অবশেষে হ্যারিস রউফের ব্যাটে ভর করে ঢাকাকে হারিয়ে শেষ ৪-এ রংপুর

১০২/২ থেকে ১২৪/৮! অবশেষে হ্যারিস রউফের ব্যাটে ভর করে ঢাকাকে হারিয়ে শেষ ৪-এ রংপুর

ঢাকাকে হারিয়ে শেষ ৪-এ রংপুর

ঢাকা ডমিনেটরসকে ২ উইকেটে হারিয়ে বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। আগেই শেষ চার নিশ্চিত হওয়া বাকি তিনটি দল হলো সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

ঢাকা ডমিনেটরসকে ২ উইকেটে হারিয়ে বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। আগেই শেষ চার নিশ্চিত হওয়া বাকি তিনটি দল হলো সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। একে একে ছিটকে গেছে খুলনা টাইগার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ঢাকা।

শুক্রবার রাতের ম্যাচে রংপুরকে ১৩১ রানের লক্ষ্য দেয় ঢাকা। শরিফুল ইসলাম টানা দুই ওভারে উইকেট তুলে নিয়ে লড়াইয়ের আভাস দিলেও নুরুল হাসান সোহান ও রনি তালুকদারের ৯৩ রানের জুটি বড় জয়ের আশা দেখায়। তবে ১০২/২ থেকে রংপুরের স্কোর হয়ে যায় ১২৪/৮। ২২ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে হারে মুখে পড়ে রংপুর। শেষে হ্যারিস রউফের ৪ বলে ৭ রানের ইনিংসে ৩ বল হাতে রেখে জয় পায় রংপুর।

আরও পড়ুন… BPL-এর মাঝ পথেই ফিরতে হচ্ছে দেশে, শেষ ম্যাচে দুরন্ত ইফতিখার

রনি ৩৯ বলে ৩৪ রান করে আউট হন ঢাকার অধিনায়ক নাসির হোসেনের বলে। ততক্ষনে রংপুর পেরিয়ে যায় একশর গন্ডি। পরের ওভারে আঘাত হানেন শরিফুল। এ বাঁহাতি পেসারের তৃতীয় শিকার হন অধিনায়ক সোহান। করেন ৩৩ বলে ৬১ রান। এবারের বিপিএলে করেন প্রথম ফিফটি। মারেন তিনটি ছয়, সাতটি চার।

সহজ জয়ের পথে হুট করেই হোঁচট খায় রংপুর। পরের ওভারে নাসিরে শিকার শোয়েব মালিক। উইকেট ছেড়ে বেরিয়ে এসে স্লগ সুইপ করতে গিয়ে স্টাম্পড হয়ে ফেরেন তিনি। নিজের ৫০০তম টি-টোয়েন্টি ম্যাচে করেন ৫ বলে ৭ রান। নাসির জোড়া শিকারে জয়ের আশা জাগান। তবে শেষ রক্ষা হয়নি।

আরও পড়ুন… রোহিত-কোহলি নয়,পন্তের অনুপস্থিতিতে এই তারকাকেই দলের ‘মেরুদণ্ড’ মনে করেন অশ্বিন

এদিনের ম্যাচে শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান তোলে ঢাকা। আরিফুল হক ২৯ ও আবদুল্লাহ আল মামুন ২৩ রান করেন। আজমতউল্লাহ নেন দুটি উইকেট। রংপুরের বোলার মেহেদি হাসান, হ্যারিস রউফ, হাসান মাহমুদ ও মহম্মদ নওয়াজ নেন একটি করে উইকেট।

(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি চ্যানেল আই থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন