বাংলা নিউজ > ময়দান > #12YearsOfViratKohli: টিম ইন্ডিয়ার জার্সিতে ১২ বছর পূর্ণ করলেন কোহলি

#12YearsOfViratKohli: টিম ইন্ডিয়ার জার্সিতে ১২ বছর পূর্ণ করলেন কোহলি

বিরাট কোহলি। ছবি- রয়টার্স।

২০০৮ সালের এই দিনটিতেই ভবিষ্যতের মহাতারকার আবির্ভাব ঘটেছিল ভারতীয় দলে।

মহেন্দ্র সিং ধোনি যেদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন, ঠিত তার তিন দিনের মাথায় বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে ১২ বছর পূর্ণ করলেন। ২০০৮ সালর ১৮ অগস্ট অর্থাৎ, ঠিক এই দিনটিতেই প্রথমবার টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপিয়েছিলেন বর্তমান ভারত অধিনায়ক। পরের ১২ বছর ধরে ভারতীয় তথা আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট ইতিহাস রচনা করেন কোহলি।

ডাম্বুলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হয় কোহলির। যদিও তাঁর আগেই ক্রিকেটবিশ্ব হদিশ পেয়ে গিয়েছে ভবিষ্যতের মহাতারকার। কেননা, সেবছরই ক্যাপ্টেন হিসেবে ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এনে দিয়েছেন বিরাট। যুব বিশ্বকাপে চোখ ধাঁধানো পারফর্ম্যান্সের সুবাদেই তড়িঘড়ি শ্রীলঙ্কা সফরের দলে জায়গা পেয়ে যান কোহলি।

কেরিয়ারের প্রথম ওয়ান ডে ম্যাচে মাত্র ১২ রান করে আউট হন কোহলি। পরের ২৪৭টি একদিনের ম্যাচে বিরাট সংগ্রহ করেন ১১,৮৫৫ রান। অর্থাৎ, এপর্যন্ত ওয়ান ডে কেরিয়ারে ২৪৮টি ম্যাচে ৫৯.৩৩ গড়ে কোহলি ১১,৮৬৭ রান করেছেন। সেঞ্চুরি করেছেন ৪৩টি। হাফ-সেঞ্চুরি ৫৮টি।

কোহলি এযাবৎ টেস্ট কেরিয়ারের ৮৬টি ম্যাচে ৫৩.৬২ গড়ে সংগ্রহ করেছেন ৭২৪০ রান। টেস্টে ২৭টি সেঞ্চুরি ও ২২টি হাফ-সেঞ্চুরি রয়েছে ভারত অধিনায়কের ঝুলিতে।

বিরাটের টি-২০ কেরিয়ারও অত্যন্ত আকর্ষক। ৮২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৫০.৮০ গড়ে ২৭৯৪ রান করেছেন তিনি।

বিসিসিআই কোহলির আন্তর্জাতিক ক্রিকেটে ১২ বছর পূর্ণ করার দিনে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেন শুরু করে #12YearsOfViratKohli-এই হ্যাশট্যাগে। একটি টুইটে বিসিসিআই লেখে, ‘২০০৮ সালের এই দিনটিতেই তরুণ বিরাট কোহলি প্রথমবার টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপিয়েছিলেন। বাকিটা ইতিহাস। আন্তর্জাতিক ক্রিকেটে ১২ বছর পূর্ণ করায় ভারত অধিনায়ককে অভিনন্দন।’

পরে আরও একটি টুইটে মোহালিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোহলির অপরাজিত ১৫৪ রানের দুরন্ত ইনিংসের ঝলক তুলে ধরে ভারতীয় ক্রিকেট বোর্ড।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর ‘‌একুশ হাজার মদের দোকান বেড়েছে, এই মুখ্যমন্ত্রী মদশ্রী’‌, বেলাগাম শুভেন্দু পদবী নিয়ে বিতর্কের মাঝেই ত্রিপুরায় মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.