বাংলা নিউজ > ময়দান > এশিয়ান গেমসে ১৪ বছরের উন্নতি, ঘোষিত কমনওয়েলথের ভারতীয় ব্যাডমিন্টন দলও

এশিয়ান গেমসে ১৪ বছরের উন্নতি, ঘোষিত কমনওয়েলথের ভারতীয় ব্যাডমিন্টন দলও

সর্বকনিষ্ঠা উন্নতির হাত ধরেই এশিয়ান গেমসে পদক জয়ের আশায় ভারত (HT_PRINT)

এশিয়ান এবং কমনওয়েলথ গেমসের মহিলা দলকে নেতৃত্ব দেবেন ভারতের হয়ে জোড়া অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু। প্রত্যাশা মতোই এই দুটি দলে জায়গা হয়নি লন্ডন অলিম্পিক গেমসে পদকজয়ী সাইনা নেহওয়ালের।

শুভব্রত মুখার্জি: আসন্ন কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, থমাস এবং উবের কাপের জন্য পুরুষ এবং মহিলা ভারতীয় ব্যাডমিন্টন স্কোয়াডের ঘোষণা করা হল ব্যাডমিন্টন ফেডারেশনের তরফে। এই তালিকায় সবথেকে বড় বিস্ময় ১৪ বছর বয়সি শাটলার উন্নতি হুডা। এশিয়ান গেমসের ভারতীয় স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এই তরুণী শাটলার।

ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ছয়দিন ধরে অনুষ্ঠিত হয়েছে এই টুর্নামেন্টগুলির জন্য ট্রায়াল। আর তারপরেই এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস এবং থমাস এবং উবের কাপের ভারতীয় দলের ঘোষণা করা হল জাতীয় ফেডারেশনের তরফে। এশিয়ান এবং কমনওয়েলথ গেমসের মহিলা দলকে নেতৃত্ব দেবেন ভারতের হয়ে জোড়া অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু। প্রত্যাশা মতোই এই দুটি দলে জায়গা হয়নি লন্ডন অলিম্পিক গেমসে পদকজয়ী সাইনা নেহওয়ালের।

বার্মিংহাম কমনওয়েলথ গেমস এবং হ্যাংঝু এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ দলকে নেতৃত্ব দেবেন কিদাম্বি শ্রীকান্ত, লক্ষ্য সেনরা। জুলাই মাসের ২৮ তারিখ থেকে ৮ অগস্ট পর্যন্ত চলবে কমনওয়েলথ গেমস। সেপ্টেম্বর মাসের ১০-২৫ তারিখ পর্যন্ত চলবে এশিয়ান গেমসের আসর। ট্রায়ালের ফলাফল অনুযায়ী আসন্ন বিশ্ব মঞ্চের টুর্নামেন্টের জন্য ৪০ জনের (২০ জন পুরুষ + ২০ জন মহিলা) ভারতীয় দলের ঘোষণা করা হয়েছে। রোহতকের তুরুণী উন্নতি হুডা সবথেকে বেশি নজর কেড়েছেন নির্বাচকদের। থমাস এবং উবের কাপের আসর বসবে ব্যাঙ্গককে। ৮-১৫ মে বসবে এই আসর।

∆ একনজরে ভারতীয় ব্যাডমিন্টন দল:

১) কমনওয়েলথ গেমস (পুরুষ):

লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্ত, সাত্যকিসাইরাজ রানকিরেড্ডি, চিরাগ শেট্টি, বি সুমিথ রেড্ডি

মহিলা:

পিভি সিন্ধু, আকর্ষি কাশ্যপ, তৃষা জলি, পি গায়াত্রী, অশ্বিনী পোনাপ্পা।

২) এশিয়ান গেমস, থমাস এবং উবের কাপ (পুরুষ):

লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্ত, এইচ এস প্রনয়, প্রিয়াংশু রাজাওয়াত, চিরাগ শেট্টি, সাত্যকিসাইরাজ রানকিরেড্ডি, ধ্রুব কাপিলা, এম আর অর্জুন, বিষ্নু বর্ধন গউর, কৃষ্ণ প্রসাদ গারিগা।

মহিলা:

পিভি সিন্ধু, আকর্ষি কাশ্যপ, অস্মিতা চালিহা, উন্নতি হুডা, তৃষা জলি, পি গায়াত্রী, এন সিক্কি রেড্ডি, অশ্বিনী পোনাপ্পা, তানিশা ক্রাস্টো এবং শ্রুতি মিশ্র।

বন্ধ করুন