দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে ইতিহাস রচনা করতে মরিয়া বিরাট কোহলির ভারত। বৃষ্টি বা অন্য কোনও বাধা যেন এখন কোহলি ব্রিগেডের কাছে এখন তুচ্ছ। সব বাধা টপকে এখন সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট জিততে মরিয়া ভারত। এরই মাঝে মঙ্গলবার অর্থাৎ প্রথম টেস্টের তৃতীয় দিন মোট ১৮ উইকেট পড়ল সেঞ্চুরিয়ানে। এখনও পর্যন্ত যা সর্বোচ্চ। এর আগে সেঞ্চুরিয়ানে কোনও টেস্টে একদিনে এত উইকেট পড়েনি। মঙ্গববার ভারত এবং দক্ষিণ আফ্রিকা দুই দল মিলেই তাই গড়ে ফেলল নয়া নজির।
এর আগে এই মাঠে একদিনে সর্বোচ্চ উইকেট পড়েছিল ২০০৭ সালের ১৮ নভেম্বর। সে বার দক্ষিণ আফ্রিকা সফরে এসেছিল নিউজিল্যান্ড। মোট ১৬ উইকেট পড়েছিল সে বার। কাকতালীয় ভাবে সেটাও ছিল টেস্টের তৃতীয় দিন। আর সেই তৃতীয় দিনেই টেস্টটি শেষ হয়ে গিয়েছিল। সে বার সেঞ্চুরিয়ান টেস্ট ৫৯ রানে জিতে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
এ বার সেঞ্চুরিয়ানে টসে জিতে ভারত প্রথমে ব্যাট নিয়েছিল। প্রথম দিন ৩ উইকেটে ২৭২ রান করেছিল ভারত। দ্বিতীয় দিন বৃষ্টির জন্য খেলা ভেস্তে যায়। তৃতীয় দিন ভারত ৩২৭ রান করে অল আউট হয়ে যায়। ভারতের মোট ৭ উইকেট পড়ে এ দিন। এর পর দক্ষিণ আফ্রিকা আবার মাত্র ১৯৭ রানে অল আউট হয়ে যায়। এর পর নিজেদের দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাট করতে নামলে মায়াঙ্ক আগরওয়ালের উইকেট হারায় তারা। তৃতীয় দিনের শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ১৬ রান। এ দিন সেঞ্চুরিয়ানে মোট ১৮ উইকেট পড়েছে। তৃতীয় দিনের পুরো কৃতিত্বটাই তাই বোলারদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।