ISSF World Cup in Lima: আইএসএসএফ ওয়ার্ল্ড কাপে (ISSF World Cup) দুর্দান্ত সূচনা করল ভারত। লিমায় প্রথম দিনেই তিনটি পদক জয় করল ভারত। মহিলা ১০ মিটার এয়ার পিস্তলে (Women's 10m Air Pistol) সুরুচি সিং ও দুইবারের অলিম্পিক পদকজয়ী মনু ভাকের যথাক্রমে স্বর্ণপদক ও রুপোর পদক জয় করেন। এবং পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে (Men's 10m Air Pistol) সৌরভ চৌধুরী ব্রোঞ্জ পদক জিতলেন।
১৮ বছর বয়সি সুরুচি সিং ২৪৩.৬ স্কোর করে পরপর দ্বিতীয় ওয়ার্ল্ড কাপ স্বর্ণ জয় করলেন। মনু ভাকেরকে ১.৩ পয়েন্টে হারিয়ে দিয়ে সকলকে অবাক করেছেন সুরুচি সিং। মনুর স্কোর ছিল ২৪২.৩ এবং চিনের ইয়াও কিয়ানসুন ব্রোঞ্জ জয় করেন।
সম্প্রতি জাতীয় চ্যাম্পিয়নশিপ ও জাতীয় গেমসে সোনা জয় করে নজর কেড়েছিলেন সুরুচি সিং। তিনি কোয়ালিফিকেশন রাউন্ডে ৫৮২ স্কোর করে দ্বিতীয় স্থানে থেকে ফাইনালে ওঠেন। মনু ভাকের ৫৭৮ স্কোর করে চতুর্থ স্থান পেয়েছিলেন, আর সৈন্যম ৫৭১ স্কোর করে ১১তম স্থানে থেকে ফাইনালে উঠতে ব্যর্থ হন।
আরও পড়ুন … ২০২৬ বিশ্বকাপেও খেলতে চান লিওনেল মেসি! সতীর্থ লুইস সুয়ারেজের বড় দাবি
সোনা জেতার পরে সুরুচি বলেন, ‘আমি কোনও চাপ অনুভব করিনি, আর কে প্রতিদ্বন্দ্বী সেটা নিয়ে আমার কিছু যায় আসে না। আমার প্রতিযোগিতা আমার নিজের সঙ্গে। আমি শুধু আমার সেরাটা দিতে চাই।’ মনু ভাকের, যিনি প্যারিস অলিম্পিক্সের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক পদক জিতলেন, নিজের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেন ও সুরুচির প্রশংসা করেন।
মনু ভাকের বলেন, ‘আন্তর্জাতিক মঞ্চে তরুণ ভারতীয় শুটারদের ভালো করতে দেখে খুব ভালো লাগছে। সুরুচি বুয়েনোস আইরেসে এবং এখন লিমায় অসাধারণ পারফর্ম করেছে, আশা করি ও এই ধারাবাহিকতা বজায় রাখবে। পাশাপাশি আমি নিজেও চেষ্টা করব তরুণদের সঙ্গে তাল মিলিয়ে চলতে।’
আরও পড়ুন … পয়লা বৈশাখ আর বারপুজো: বাঙালির ফুটবল সংস্কৃতির উৎসব-পর্ব! জানেন কি এর ইতিহাস?
মহিলাদের বিভাগে সুরভি রাও ও সিমরণপ্রীত কৌর ব্রার র্যাঙ্কিং পয়েন্ট অনলি (RPO) হিসেবে প্রতিযোগিতা করেন। তারা যথাক্রমে ৫৭৭ ও ৫৭৬ স্কোর করেন, তবে ফাইনালে উঠতে পারেননি। সৌরভ চৌধুরীর ব্রোঞ্জ পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে তার দুই বছরের মধ্যে প্রথম একক আইএসএসএফ পদক। তিনি ২১৯.১ স্কোর করেন, যেখানে তার ভাগ্নে বরুণ তোমার ১৯৮.১ স্কোর করে চতুর্থ হন।
আরও পড়ুন … মোহনবাগানে কি সৃঞ্জয় বসুর প্রত্যাবর্তন হতে চলেছে? বারপুজোর দিনে সবুজ মেরুন নির্বাচনের জল্পনায় আগুন
চিনের হু কাই ২৪৬.৪ স্কোর করে স্বর্ণপদক জয় করেন এবং ব্রাজিলের ফেলিপে আলমেইদা উ ২৪১.০ স্কোর করে রুপো জয় করেন। পুরুষদের কোয়ালিফিকেশন রাউন্ডে আকাশ ভরদ্বাজ ৫৮৩ স্কোর করেও RPO স্ট্যাটাসের কারণে ফাইনালে উঠতে পারেননি। রবীন্দ্র সিং ও অমিত শর্মা যথাক্রমে ৫৭৪ ও ৫৭৩ স্কোর করেন, রবীন্দ্র অল্পের জন্য ফাইনালে উঠতে ব্যর্থ হন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।