পাকিস্তান দলের ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি বর্তমানে ইংল্যান্ডে দ্য হান্ড্রেড লিগে খেলছেন। তিনি ওয়েলশ ফায়ার দলের একজন ক্রিকেটার এবং এই দলের হয়ে তাঁর প্রথম ম্যাচেই তিনি বিশ্ব ক্রিকেটের সামনে চমক দেখিয়েছেন। যাইহোক, এই অলৌকিক ঘটনা দীর্ঘস্থায়ী হয়নি, কারণ শাহিন প্রথম দুই বলে পরপর দুটি উইকেট নিয়েছিলেন, কিন্তু পরের আটটি বলে তাঁকে প্রচণ্ড মার খেতে হয়েছিল। নিজের কোটায় মাত্র একটি বল ডট করতে পারেন তিনি। তবে ভালো কথা হল শেষ পর্যন্ত শাহিন শাহ আফ্রিদির দল জিতেছে।
ম্যাঞ্চেস্টার অরিজিনালসের বিরুদ্ধে এদিন দ্য হান্ড্রেডের প্রথম দুই বলেই দুই ব্যাটসম্যানকে এলবিডব্লিউ আউট করেন শাহিন শাহ আফ্রিদি। প্রথম বলে ফিলিপ সল্ট ও দ্বিতীয় বলে লরি ইভান্সকে সাজঘরে ফিরিয়ে দেন শাহিন শাহ আফ্রিদি। তবে চল্লিশ বলের এই ম্যাচে শাহিন আফ্রিদি পরের ৮ বলে মোট ২৫ রান হজম করেন। যার মধ্যে পাঁচটি চার ছিল। শাহিনের বাকি সব বলই বাঁহাতি ব্যাটসম্যান ম্যাক্স হোল্ডেন খেলেন এবং প্রচুর রান নেন।
এদিন শাহিনের কোটায় দুই উইকেট নেওয়ার পর তৃতীয় বলে আসে দুই রান। পরের বলটি ডট ছিল, কিন্তু পরের বলেই চার মারেন হোল্ডেন। পরের পাঁচ বলে শাহিন বোলিং করতে এলে আবারও সামনে ছিলেন ম্যাক্স। প্রথম তিন বলে চার মেরে হ্যাটট্রিক করেন তিনি। পরের বলে দুই রান সংগ্রহ করেন এবং ওভারের শেষ বলে ফের চার মারেন ম্যাক্স। এভাবেই শেষ ৮ বলে ৩ রানের গড়ে রান দিয়েছিলেন শাহিন। তবে ৯ শেষ পর্যন্ত রানে জিতেছিল তার দল।
এই ম্যাচের কথা বললে প্রথমে ব্যাট করতে নেমে শাহিন শাহ আফ্রিদির দল ওয়েলশ ফায়ার নির্ধারিত চল্লিশ বলে তিন উইকেট হারিয়ে ৯৪ রান তোলে। এদিন প্রথমে ব্যাট করতে নেম লুকে ওয়েলস ২৩ বলে ৫৭ রানের ইনিংস খেলেন। তাঁর এদিনের ইনিংসে ছিল সাতটি চার ও তিনটি ছক্কা। তবে দলের অন্য ওপেনার জো ক্লার্ক শূন্য রানেই সাজঘরে ফিরেছিলেন। এরপরে গ্লেন ফিলিপস ১২ বলে ১৯ রানের ইনিংস খেলে আউট হন। শেষ পর্যন্ উইলি ও এসকিনাজি ২ বলে ৩ রান করে অপরাজিত থাকেন। ম্যাঞ্চেস্টার অরিজিনালসের হয়ে দুটি উইকেট নিয়েছিলেন জোশুয়া লিটল। তবে তিনি ১০ বলে ২২ রান খরচ করেছিলেন।
৯৫ লক্ষ্য তাড়া করতে নেমে নির্দারিত চল্লিশ বলে চার উইকেট হারিয়ে ৮৫ রানের তুলতে পারে ম্যাঞ্চেস্টার অরিজিনালস। ফিলিপ সল্টকে ও ইভান্সকে নিজের প্রথম বলেই ফেরান শাহিন। এরপর ম্যাঞ্চেস্টার অরিজিনালসের হয়ে ম্যাচে লড়াই করেন জোস বাটলার ও ম্যাক্স হোল্ডেন। দুজনেই ৩৭ রান করেন। হোল্ডেন আউট হয়ে গেলে পল ওয়ালটার ২ বলে ৬ রান করেন। তবে শেষ পর্যন্ত ম্যাচ জেতাতে পারেননি দলের ক্যাপ্টেন জোস বাটলার। ৯ রানে এই ম্যাচটি জিতে নেয় শাহিন শাহ আফ্রিদিদের ওয়েলশ ফায়ার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।