বর্ণোজ্জ্বল কেরিয়ারে রজার ফেডেরার সংগ্রহ করেছেন অসংখ্য মণিমুক্ত। বিদায় বেলায় চোখ রাখুন সুইস কিংবদন্তির প্রাপ্তির ঝুলিতে।
1/7বর্ণোজ্জ্বল কেরিয়ারে মোট ২০টি গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জেতেন রজার ফেডেরার। তিনি অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছে ৬ বার। ফরাসি ওপেন জিতেছেন ১ বার। উইম্বলডন জিতেছেন ৮ বার। যুক্তরাষ্ট্র ওপেনের ট্রফি হাতে তুলেছেন ৫ বার। ছবি- এএফপি
2/7ফেডেরার প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হন ২০০৪ সালে। তিনি শেষবার অজি ওপেন জেতেন ২০১৮ সালে। মাঝে ২০০৬, ২০০৭, ২০১০ ও ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি হাতে তোলেন সুইস কিংবদন্তি। এছাড়া ২০০৯ সালে তিনি অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হেরে যান। ছবি- রয়টার্স
3/7রজার কেরিয়ারে একবার মাত্র ফরাসি ওপেনের ট্রফি হাতে তোলেন। তিনি ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হন ২০০৯ সালে। তবে ২০০৬, ২০০৭, ২০০৮ ও ২০১১ সালে মোট চারবার ফরাসি ওপেনের ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হয় ফেডেরারকে। ছবি- রয়টার্স
4/7ফেডেরার কেরিয়ারে প্রথমবার উইম্বলডন চ্যাম্পিয়ন হন ২০০৩ সালে। তিনি শেষবার উইম্বলডন খেতাব জেতেন ২০১৭ সালে। মাঝে ২০০৪, ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৯ ও ২০১২ সালে উইম্বলডন ট্রফি হাতে তোলেন ফেডেরার। তিনি ২০০৮, ২০১৪, ২০১৫ ও ২০১৯ সালে উইম্বলডনের ফাইনালে উঠেও হেরে যান। ছবি- রয়টার্স
5/7রজার প্রথমবার যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন হন ২০০৪ সালে। তিনি শেষবার ইউএস ওপেন জেতেন ২০০৮ সালে। উল্লেখ্য, মাঝে ২০০৫, ২০০৬ ও ২০০৭ সালেও যুক্তরাষ্ট্র ওপেন জেতেন রজার। অর্থাৎ, তিনি টানা ৫ বার ইউএস ওপেন জেতেন। এছাড়া ২০০৯ ও ২০১৫ সালে ফাইনালে উঠেও হেরে যান তিনি। ছবি- ইউএস ওপেন।
6/7ফেডেরার এটিপি ট্যুর ফাইনালসে চ্যাম্পিয়ন ৬ বার। তিনি খেতাব জেতেন ২০০৩, ২০০৪, ২০০৬, ২০০৭, ২০১০ ও ২০১১ সালে। এছাড়া তিনি ২০০৮ বেজিং অলিম্পিক্সের ডাবলসে সোনা জেতেন এবং ২০১২ লন্ডন অলিম্পিক্সের সিঙ্গলসে রুপো জেতেন।
7/7ফেডেরার সব মিলিয়ে ১০৩টি এটিপি সিঙ্গলস খেতাব জিতেছেন। তিনি ৩১০ সপ্তাহ এটিপি ব়্যাঙ্কিংয়ের এক নম্বরে ছিলেন। পাঁচবার বিশ্বের এক নম্বর হিসেবে বছর শেষ করেন রজার।