শুভব্রত মুখার্জি: ২০০১ সালের অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট অর্থাৎ কলকাতা টেস্ট ভারতের ক্রিকেট ইতিহাসে চিরকালীন স্বর্নাক্ষরে লেখা থাকবে। সিরিজে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দল। ইডেন টেস্টে ফলো অন করেও ভিভিএস লক্ষ্মণ এবং রাহুল দ্রাবিড়ের মহাকাব্যিক ইনিংসে ভর করে ভারতের হয়ে এক অনবদ্য জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। সেই ঐতিহাসিক টেস্টের ২৩তম বর্ষপূর্তিতে এসে এক অজানা কাহিনি শোনালেন তৎকালীন ভারতীয় দলের ক্রিকেটার তথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের সতীর্থ হেমাঙ্গ বাদানি। ইংরাজি ভালো বলতে পারার কারণে বাদানিকে কীভাবে ‘অস্ত্র’ হিসেবে বিপক্ষ অধিনায়ক স্টিভ ওয়ার বিরুদ্ধে ব্যবহার করেছিলেন তিনি সেই অজানা কাহিনিই শুনিয়েছিলেন সৌরভ।
আরও পড়ুন… সলমন-বিরাটদের কড়া টক্কর দিতে পারেন ৪১-এর ধোনি! IPL 2023 -এর আগে নজরে মাহির বাইসেপ
হেমাঙ্গ বাদানি নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘ইডেন টেস্টের পঞ্চম দিনে আমাদের উইকেট রক্ষক নয়ন মোঙ্গিয়া চোট পান। আমি পরিবর্ত ফিল্ডার হিসেবে ফিল্ডিং করছিলাম। সৌরভ জানতেন আমাদের দলের মধ্যে আমি খুব ভালো ইংরেজি বলতে পারি। আমাকে সৌরভ নির্দেশ দেন যাতে করে অজিদের জন্য আমি পরিস্থিতি কঠিন করে তুলতে পারি। আমার তখন টেস্টে অভিষেকেও হয়নি। চিন্তা করে দেখুন আমি ওদের অধিনায়কের (স্টিভ ওয়া) বিরুদ্ধে তখন কঠিনভাবে আক্রমণ করছি। যে নাকি তখন ১০০'র বেশি ম্যাচ খেলে ফেলেছে। আমি ভাগ্যবান ছিলাম যে ওঁর (স্টিভ ওয়ার) উইকেট নেওয়াতে আমার অবদান ছিল। এর থেকে বেশি ভালো কোন ক্রিকেট ম্যাচের অংশ আমি কখনও থাকিনি। অনবদ্য একটা ম্যাচ ছিল। আমার কাছেও দারুণ সব স্মৃতি ছিল।’
আরও পড়ুন… WPL 2023: টানটান উত্তেজনার ম্যাচে মেগ ল্যানিংয়ের দিল্লিকে হারালো গুজরাট জায়ান্টস
২০০১ সালের ইডেন টেস্টে অজিদের দ্বিতীয় ইনিংসে হরভজন সিংয়ের বলে স্টিভ ওয়া আউট হন। তাঁর ক্যাচ ধরেছিলেন হেমাঙ্গ বাদানি। স্টিভ ওয়া আউট হয়ে যাওয়ার পরেই অজিদের ইনিংসে ধস নেমেছিল। অজিদের বিরুদ্ধে ভারত ১৭৫ রানে ম্যাচ জিতেছিল। অজিদের টানা ১৬ ম্যাচ জয়ের রথ থামিয়ে দিয়েছিল ভারত। প্রথম ইনিংসে অজিরা ৪৪৫ রান করেছিল। জবাবে মাত্র ১৭১ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে ভারত ৭ উইকেটে ৬৫৭ রান করে ডিক্লেয়ার করে দেয়। ভিভিএস লক্ষ্মণ অনবদ্য ২৮১ এবং রাহুল দ্রাবিড় অনন্য ১৮০ রানের ইনিংস খেলেন। জয়ের জন্য ৩৮৪ রান তাড়া করতে নেমে মাত্র ২১২ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। হরভজন সিং সেই ইনিংসে ছটি উইকেট নিয়েছিলেন। এরপরের চেন্নাই টেস্ট ভারত ২ উইকেটে জিতে সিরিজ ২-১ ফলে জিতে নেয়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup