শুভব্রত মুখার্জি: ২০১৭ সালে আইসিসি আয়োজিত মহিলাদের বিশ্বকাপে ভারতের কাছে হার বদলে দিয়েছিল অস্ট্রেলিয়ার মহিলা দলের খেলার ধরন। এই কথাটাই অকপটে জানিয়েছেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা মহিলা ক্রিকেটার মেগ ল্যানিং। তার মতে ভারতের কাছে ওই ম্যাচে হার বদলে দিয়েছিল ক্রিকেটের প্রতি অজি মহিলা দলের ধ্যান ধারণা। উল্লেখ্য ওই ম্যাচে অর্থাৎ বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের কাছে ৩৬ রানে হারতে হয়েছিল অজি দলকে।
প্রসঙ্গত ওই ম্যাচে অনবদ্য ফর্মে ছিলেন ভারতের সিনিয়র ব্যাটার হরমনপ্রীত কৌর। তিনি ১৫৫ বলে ১৭১ রান করেছিলেন ওই ম্যাচে। ম্যাচে হরমনপ্রীতের ব্যাটিংয়ের কোন জবাব ছিল না অজি বোলারদের কাছে। আইসিসি অধিনায়কদের এক প্রেস বিজ্ঞপ্তিতে মেগ জানান '২০১৭ সালের যে গ্রুপটা আমাদের ছিল তার থেকে এই গ্রুপটা সম্পূর্ণ আলাদা। আমি মনে করি এখনকার একাধিক ক্রিকেটার সেই সময় ছিল না। কোচিং স্টাফেও একাধিক পরিবর্তন করা হয়েছে।'
তিনি আরও যোগ করেন '২০১৭ সালের ওই হারটাই পরিবর্তন করে দিয়েছিল আমাদের খেলার প্রতি ধ্যান ধারনা। ওই বিশ্বকাপটা সম্পূর্ণভাবে বদলে দিয়েছিল আমাদের মনোভাব। বিশ্বকাপে সবাই শূন্য থেকে শুরু করেছিল। গোটা টুর্নামেন্ট জুড়েই আমাদের ভাল খেলতে হবে। আমাদের এই গ্রুপটার জন্য বড় চ্যালেঞ্জ যে কোনও বিশ্বকাপ। আমরা এখন আর ওই ২০১৭ সালের বিশ্বকাপটা মনে রাখিনি।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।