বাংলা নিউজ > ময়দান > ২২ বছর আগে ৪ জুলাই ইতিহাস রচনা করেছিলেন লি-হেশ জুটি, ফিরে দেখুন সেই মুহূর্তগুলি

২২ বছর আগে ৪ জুলাই ইতিহাস রচনা করেছিলেন লি-হেশ জুটি, ফিরে দেখুন সেই মুহূর্তগুলি

  • টেনিস কোর্টেও যে ভারত দাপট দেখাতে পারে, সেই স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন লিয়েন্ডার পেজ এবং মহেশ ভূপতি। তাঁদের হাত ধরেই প্রথম উইম্বলডন জয়ের স্বাদ পেয়েছিল ভারত। তবে দু'জনের মধ্যে সমস্যা হওয়ায় এই জুটি আলাদা হয়ে গিয়েছিল। না হলে হয়তো টেনিসে আরও সাফল্য পেত ভারত।