শুভব্রত মুখার্জি: আগামী ২৬ জুলাই থেকে অফিসিয়ালি পর্দা উঠছে প্যারিস অলিম্পিক গেমসের। ইতিমধ্যেই প্যারিসের ভারতীয় দল ঘোষণা করা হয়ে গিয়েছে। ১৬টি ক্রীড়াবিভাগে অংশ নেবে ভারত। সেই উদ্দেশ্যে নির্বাচন করা হয়েছে ১১৭ জন প্রতিযোগীকে। দলের সঙ্গে যাচ্ছেন ১৪০ জন কোচিং স্টাফও। সব মিলিয়ে বিরাট এক স্কোয়াড নিয়ে অলিম্পিক গেমসে যাচ্ছে ভারতীয় দল।এবারের দলকে ঘিরে প্রত্যাশাও অনেক বেশি। আশা করা হচ্ছে, ভারত তাদের অলিম্পিক্সের ইতিহাসে নজিরগড়া পদক জয় করতে পারে এবার। অর্থাৎ সংখ্যার দিক থেকে তারা ইতিহাস গড়তে পারে। এবারের ভারতীয় স্কোয়াডে বেশ কিছু অনন্য ঘটনা ঘটেছে। ভারতীয় স্কোয়াডে ১১৭ জনের মধ্যে ভারতীয় সেনাবাহিনী থেকে জায়গা করে নিয়েছেন ২৪ জন প্রতিযোগী! এখানেই শেষ নয় সার্ভিসেস থেকেও এই বছরেই প্রথম বার কোনও মহিলা ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন অলিম্পিক গেমসে।
আরও পড়ুন: Champions Trophy 2025-এ কোনও হাইব্রিড মডেল হবে না… ভারতকে সতর্ক করলেন PCB চেয়ারম্যান মহসিন নাকভি
ঘটনাচক্রে এই যে ২৪ জন প্রতিযোগী রয়েছেন ভারতীয় সেনাবাহিনী থেকে, তাদের মধ্যে উজ্জ্বলতম উপস্থিতি নীরজ চোপড়া। গত টোকিয়ো অলিম্পিক গেমসেও ইতিহাস রচনা করেছিলেন তিনি। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে সোনা জয়ের নজির গড়েন ভারতীয় সেনার এই সুবেদার। এই প্যারিস অলিম্পিক গেমসেও আশা রয়েছে তাঁর পদক জয়ের। শনিবার ডিফেন্স মন্ত্রকের তরফে ভারতীয় সেনাবাহিনীর দু'জন মহিলা ক্রীড়াবিদকে ভারতীয় অলিম্পিক গেমসের দলে অন্তর্ভুক্তির কথা জানানো হয়েছে, যা নিঃসন্দেহে এক অনন্য নজির। ফলে সার্ভিসেস থেকেও অলিম্পিক গেমসে অংশ নিতে চলা প্রথম মহিলা ক্রীড়াবিদ হিসেবে নজির গড়লেন তাঁরা।
অন্যদিকে অলিম্পিক গেমসে নামার আগে বেশ ভালো ফর্মে রয়েছেন নীরজ চোপড়া। পাভো নুরমি গেমস সহ একাধিক ডায়মন্ড লিগে খেতাব জিতেছেন তিনি। ২৪ জন যে সেনাবাহিনীর সদস্য যাবেন, তাঁদের মধ্যে সব থেকে জনপ্রিয় নীরজ চোপড়া। এছাড়াও ২৪ জন সেনার অ্যাথলিটের মধ্যে ২২ জন পুরুষ এবং ২ জন মহিলা অ্যাথলিট রয়েছেন। মেয়েদের মধ্যে রয়েছেন ২০২২ সালের কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জয়ী বক্সার জেসমিন লাম্বোরিয়া। রয়েছেন ২০২৩ এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জপদক জয়ী সিপিও রিতিকা হুডা। তাঁরা যথাক্রমে বক্সিং এবং রেসলিংয়ে অংশ নেবেন। এছাড়াও রয়েছেন অমিত পাঙ্ঘাল, তাজিন্দর পাল সিং তুর, অবিনাশ সাবলে, মহম্মদ আজমল, মহম্মদ আনাস, সন্তোষ কুমার, মিজো চাকো, তরুঁদীপ রাই,আবদুল্লা আবু বকর, ধীরজ বোম্মাদেভারা, রঞ্জিত সিংয়ের মতন তারকারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।