বাংলা নিউজ > ময়দান > ২৮ বছরের বাবরকে ক্লিন বোল্ড করলেন ৪৫ এর সাকলিন! ভাইরাল কোচ-ক্যাপ্টেনের ভিডিয়ো

২৮ বছরের বাবরকে ক্লিন বোল্ড করলেন ৪৫ এর সাকলিন! ভাইরাল কোচ-ক্যাপ্টেনের ভিডিয়ো

বাবর আজমকে বোল্ড করলেন সাকলিন মুস্তাক (ছবি-টুইটার)

দিনের বেলায় বাবর আজমকে তারা দেখালেন পাকিস্তান দলের প্রধান কোচ সাকলিন মুস্তাক। সাকলিনের স্পিন উড়িয়ে দিল বাবর আজমের উইকেট। এতদিন পরেও যেন নিজের স্পিনের উপর ভরসা করতে শুরু করেছেন পাকিস্তান দলের কোচ সাকলিন মুস্তাক।

দিনের বেলায় বাবর আজমকে তারা দেখালেন পাকিস্তান দলের প্রধান কোচ সাকলিন মুস্তাক। সাকলিনের স্পিন উড়িয়ে দিল বাবর আজমের উইকেট। এতদিন পরেও যেন নিজের স্পিনের উপর ভরসা করছেন সাকলিন মুস্তাক। শনিবার করাচির জাতীয় স্টেডিয়ামে পাকিস্তান বনাম ইংল্যান্ডের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

আরও পড়ুন… পৃথ্বীকে তো আর খুঁজে পাওয়া যায় না! সেঞ্চুরি করার পরেও শুভমনকে সতর্ক করলেন জাদেজা

আমরা আপনাকে জানিয়ে রাখি যে রাওয়ালপিন্ডিতে প্রথম ম্যাচ ৭৪ রানে এবং মুলতানে ২৬ রানে হারার পরে, পাকিস্তান তিন ম্যাচের সিরিজে ২-০ তে পিছিয়ে রয়েছে। এদিকে, করাচি টেস্টের প্রাক্কালে, বাবর ন্যাশনাল স্টেডিয়ামে নেটে অনুশীলন করেছিলেন, যেখানে তাঁকে পাকিস্তানের প্রধান কোচ এবং কিংবদন্তি স্পিনার সাকলিন মুস্তাক একটি ডেলিভারি করে বোল্ড করেছিলেন, যা পাকিস্তানি অধিনায়ককে অবাক করে দিয়েছিল। দেখে নিন কোন বলে বোল্ড হয়েছিলেন বাবর আজম।

আরও পড়ুন… চিকেনপক্স-নিউমোনিয়াকে হারান থেকে উত্তর প্রদেশ জয়, ইশান পোড়েলের মাঠে ফেরার গল্প

কোচের স্পিন বলে বাবর আজম রিভার্স সুইপ খেলার চেষ্টা করেন, কিন্তু দেখা গেল অন্য ছবি, সাকলিন মুস্তাকের ডেলিভারি স্টাম্পে আঘাত করে। বাবরকে মার খাওয়ার পর নেটে পরের বলের মুখোমুখি হওয়ার আগে বাবরকে সাকলিনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখা যায়। অন্যদিকে তৃতীয় টেস্টে জেমস অ্যান্ডারসন ও উইল জ্যাকের জায়গায় উইকেটরক্ষক বেন ফোকস ও রেহান আহমেদকে এনে ইংল্যান্ডের জন্য দুটি পরিবর্তন করা হয়েছে।

রেহান, ১৮ বছর ১২৬ দিন বয়সে ইংল্যান্ডের হয়ে অভিষেক হওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়েছিলেন। এছাড়াও পাকিস্তানের সিনিয়র ব্যাটসম্যান আজহার আলি, যিনি শুক্রবার ঘোষণা করেছিলেন যে করাচি টেস্টই হবে তাঁর ক্রিকেট জীবনে পাকিস্তানের জার্সি গায়ে শেষ টেস্ট। এর মাঝেই ২১ বছর বয়সী ওয়াসিম তার প্রথম টেস্ট খেলছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন