বাঁচানো গেল না বিনোদ কুমারকে। টেম্পল ফেস্টিভ্যালে সামারসল্টের চেষ্টায় আছড়ে পড়া কবাডি খেলোয়াড় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গত ১৫ অগস্ট।
তামিলনাড়ুর তিরুভান্নামালাইয়ে টেম্পল ফেস্টিভ্যালের সময় সামারসল্ট দেওয়ার চেষ্টা করেন বিনোদ। তবে ফার্স্ট ফ্লিপের পরেই মাটিতে আছড়ে পড়েন তিনি। তার পরে আর উঠে দাঁড়ানো সম্ভব হয়নি ৩৪ বছর বয়সী বিনোদের পক্ষে। সামারসল্টের চেষ্টায় বিনোদ ঘাড়ে চোট পেয়ে বসেন বলে আশঙ্কা করা হচ্ছিল। গত ৮ অগস্টের সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
তড়িঘড়ি বিনোদকে নিকটবর্তী অরনি গভর্নমেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। পরে তাঁকে ভেলোর গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেও তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চেন্নাই গভর্নমেন্ট হাসপাতাতে ভর্তি করা হয় কবাডি প্লেয়ারকে। চিকিৎসায় সাড়া না দেওয়ায় শেষমেশ স্বাধীনতা দিবসের দিন হাসপাতালেই মৃত্যু হয় বিনোদের।
অসময়ে চলে যাওয়া বিনোদ রেখে গেলেন স্ত্রী শিবগামি এবং দুই পুত্র সন্তোষ ও কালাইয়ারাসনকে।
আরও পড়ুন:- IND vs ZIM: লোকেশ রাহুল দলে থাকতেও ওপেনে ধাওয়ানের অন্য সঙ্গী বাছলেন মহম্মদ কাইফ
মাত্র কয়েক সপ্তাহ আগে তামিলনাড়ুতেই কবাডি খেলার সময় মৃত্যু হয়েছিল বিমলরাজ নামে ২২ বছরের তরুণের, যিনি বিএসসি জুলজির ছাত্র ছিলেন। জেলা স্তরের কবাডি টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন তিনি। ম্যাচের মাঝেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উঠতি খেলোয়াড়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।