বাংলা নিউজ > ময়দান > Ind vs Sa-এর দ্বিতীয় ODI-এ পাঁচটি রেকর্ড ভেঙেছে, জানেন সেগুলো কী?

Ind vs Sa-এর দ্বিতীয় ODI-এ পাঁচটি রেকর্ড ভেঙেছে, জানেন সেগুলো কী?

ঋষভ পন্ত ৮৫ রান করে রাহুল দ্রাবিড়ের ২১ বছর আগের রেকর্ড ভেঙে দেন।

রাহুল দ্রাবিড়ের ২১ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন ঋষভ পন্ত। উইকেটকিপার হিসেবে দক্ষিণ আফ্রিকায় কোনও ওডিআই ম্যাচে ঋষভ পন্ত সবচেয়ে বেশি রান করেছেন।

টেস্ট সিরিজের পর এ বার একদিনের সিরিজেও লজ্জার হার। দক্ষিণ আফ্রিকায় রীতিমতো ল্যাজেগোবরে হচ্ছে টিম ইন্ডিয়া। শুক্রবার ৭ উইকেটে লজ্জাজনক ভাবে হেরেছে ভারত। এ দিকে সাফল্যের লোকগাথা লিখেছে দক্ষিণ আফ্রিকা। আর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচেই হয়েছে একাধিক রেকর্ড। তার মধ্যে লজ্জার রেকর্ডও রয়েছে বৈকি!

১) কেভিন পিটারসেনের বিশ্ব রেকর্ড ভাঙেন জানেমন মালান

প্রথম ১২টি ওডিআই ইনিংসে এতদিন সর্বোচ্চ রান ছিল কেভিন পিটারসেনের। সেই রেকর্ডই ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওডিআই-এ ভেঙে দিলেন মালান। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই-এ ৯১ রান করেন তিনি। আর সেই সঙ্গেই ভেঙে দেন কেভিন পিটারসেনের রেকর্ড। ওডিআই-এর প্রথম ১২টি ইনিংসে মালান মোট ৭৫৮ রান করেছেন। পিটারসেনের সংগ্রহ ছিল ৬৯১ রান। টম কুপারও ৬৯১ রান করেছেন। ইমাম উল হক ৬৭৬ রান করেছেন ওডিআই-এর প্রথম ১২ ইনিংসে। আকিব ইলিয়াস আবার ৬৫৫ রান করেছেন।

২) রাহুল দ্রাবিড়ের ২১ বছরের রেকর্ড ভেঙে দিয়েছেন ঋষভ পন্ত

রাহুল দ্রাবিড়ের ২১ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন ঋষভ পন্ত। উইকেটকিপার হিসেবে দক্ষিণ আফ্রিকায় কোনও ওডিআই ম্যাচে ঋষভ পন্ত সবচেয়ে বেশি রান করেছেন। এই রেকর্ড ২১ বছর ধরে ছিল রাহুল দ্রাবিড়ের দখলে। ঋষভ পন্ত দ্বিতীয় ওডিআই-এ  ৮৫ রান করেছিলেন। ২০০১ সালে রাহুল দ্রাবিড় উইকেটকিপার হিসেবে দক্ষিণ আফ্রিকায় ওডিআই ম্যাচে খেলতে নেমে ৭৭ রান করেছিলেন। আর ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনি করেছিলেন ৬৫ রান।

৩) নুয়ন কুলসেকারার রেকর্ড ভাঙলেন ভুবনেশ্বর কুমার

ভুবনেশ্বর কুমার অবশ্য লজ্জার রেকর্ডই ভেঙেছেন। একজন পেসার হিসেবে ভুবি সবচেয়ে বেশি বার ৬০-এর উপর রান দিয়ে কোনও উইকেট নেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই-এ ৬৭ রান দিয়েছেন ভুবি। কিন্তু কোনও উইকেট পাননি। এই নিয়ে ৫ বার এমনটা ঘটনা ঘটালেন ভুবনেশ্বর কুমার। এর আগে নুয়ন কুলসেকারা মোট ৪ বার ৬০-এর উপর রান দিয়ে কোনও উইকেট নিতে পারেননি।

৪) ঘরের মাঠে নিজেদেরই রেকর্ড ভাঙল দক্ষিণ আফ্রিকা

ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে ওডিআই ম্যাচে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড করল প্রোটিয়া বাহিনী। এর আগে দক্ষিণ আফ্রিকা কখনও ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে ওডিআই ম্যাচে ২৮০-এর উপর রান তাড়া করে জেতেনি। দ্বিতীয় ওডিআই-এ ভারতের ২৮৭ রান তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছে প্রোটিয়া বাহিনী।

৫) গ্যারি কার্স্টেন ভাঙলেন কুইন্টন ডি'ককের রেকর্ড

কুইন্টন ডি'কক ৬৬ বলে ৭৮ রান করে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন। ভারতের বিপক্ষে ওয়ানডেতে এই বাঁহাতি ব্যাটার এখনও পর্যন্ত মোট পাঁচটি হাফ সেঞ্চুরি করেছেন। আর সেই সঙ্গেই তিনি ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি ব্যাটারের করা ওডিআই-এ সবেচেয় বেশি অর্ধশতরানের যে রেকর্ড গ্যারি কার্স্টেনের ছিল, সেটা ভেঙে দিয়েছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর ‘‌একুশ হাজার মদের দোকান বেড়েছে, এই মুখ্যমন্ত্রী মদশ্রী’‌, বেলাগাম শুভেন্দু পদবী নিয়ে বিতর্কের মাঝেই ত্রিপুরায় মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.