৬-৬-৪-৬-৬-৬- কোনও ফোন নম্বর নয়। শারজা রামাদান টি-টোয়েন্টি এক ওভারে সন্দীপ সিং-এর সংগ্রহ। সকলকে তাক লাগিয়ে দেওয়ার মতোই। সন্দীপের এই ঝড়ো ইনিংস দেখে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। এ বার আইপিএলে এখনও পর্যন্ত এমন ঝড় ওঠেনি। তবে শারজায় সেই ঝড় তুলে দিলেন সন্দীপ।
সন্দীপ সিং-এর এই ৩৪ রান নেওয়ার ভিডিয়ো এখন হুহু করে ভাইরাল। এই ভিডিয়ো না দেখলে বড় মিস করতে যাবেন।
সেই ভিডিয়ো দেখতে হলে ক্লিক করুন এখানে:
টসে জিতে প্রথমে ব্যাট নিয়েছিল রেহান খান ইভেন্টস। প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই তারা উইকেট হারাতে শুরু করে। মুজামিল খান ২৬ বলে ৪৩ করেন। ৩৭ বলে ৩৭ করে সারমাদ খান। তৃতীয় সর্বোচ্চ শেহজাদ সইদের। তিনি করেছেন মাত্র ১০ রান। বাকিদের অবস্থা তথৈবচ।
ইন্টারগ্লোব মেরিনের মহম্মদ জাহিদের আগুনে বোলিংয়ের সামনে কার্যত গুড়িয়ে যায় আরকে-ই। ১৬.৫ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে যায় তারা। একাই ৫ উইকেট নিয়েছেন আইজিএমের মহম্মদ জাহিদ। অধিনায়ক আসিফ মুমতাজ নিয়েছেন ৩ উইকেট। এ ছাড়া ২ উইকেট নিয়েছেন মহম্মদ তৈমুর।
জবাবে ব্যাট করতে নেমে আইজিএমের দুই ওপেনার সন্দীপ সিং এবং আসিফ খানের ঝড়ো ব্যাটিংয়ের হাত ধরে ১০ উইকেটে ম্যাচ জিতে নেয়। সন্দীপ ১৮ বলে ৫৬ রানের ইনিংস খেলেন। তার মধ্যে ওয়াসি উইনাসের ১ ওভারেই তিনি ৩৪ রান নেন। যাতে ছিল ৫টি ছয় এবং একটি ৪। আসিফ খান আবার ২৫ বলে ৫৪ রান করেন। কোনও উইকেট না হারিয়ে ৭.১ ওভারে ১০১ রান করে আইজিএম।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।