বাংলা নিউজ > ময়দান > দশে ব্যাট করে আকিলের নজির, শেষ ৫ ওভারে হল ৭২, তবু ইংল্যান্ডের কাছে ১ রানে হারল ওয়েস্ট ইন্ডিজ

দশে ব্যাট করে আকিলের নজির, শেষ ৫ ওভারে হল ৭২, তবু ইংল্যান্ডের কাছে ১ রানে হারল ওয়েস্ট ইন্ডিজ

লড়াই করেও মাত্র ১ রানে হারতে হল ওয়েস্ট ইন্ডিজকে, আকিল হোসেনদের সান্ত্বনা ইংল্যান্ড প্লেয়ারদের।

দশে ব্যাট করতে নেমে আকিল হোসেন ৪৪ রান করেন। যা টি-টোয়েন্টির ইতিহাসে দশ নম্বরে ব্যাট করতে ব্যাট করতে নামা ব্যাটসম্যামনদের মধ্যে সর্বোচ্চ। এর আগে নেপালের সোমপাল কামি হংকং-এর বিরুদ্ধে দশে ব্যাট করতে নেমে ৪০ রান করেছিলেন। যেটা ছিল এতদিন সর্বোচ্চ।

রবিবার ব্রিজটাউনে যেন একটা নাটক হয়ে গেল। ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ একদম চরমে পৌঁছল। শেষ পাঁচ ওভার হাড্ডাহাড্ডি লড়াই চলল। আকিল হোসেন নজিরও গড়লেন। তবে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসল ইংল্যান্ড। ১ রানে তারা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল।

টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৭১ রান করে ইয়ন মর্গ্যান ব্রিগেড। ওপেন করতে নেমে জেসন রয় করেন ৪৫ রান। আর এক ওপেনার টম ব্যান্টন ১৮ বলে ২৫ রান করে আউট হন। মইন আলি করেন ৩১ রান। ক্রিস জর্ডন ২৭ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার এবং ফ্যাবিয়ান অ্যালেন ২টি করে উইকেট নিয়েছেন।

জবাবে ব্যাট করতে নেমে মরিয়া হয়ে লড়াই করেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। দশে ব্যাট করতে নেমে আকিল হোসেন ৪৪ রান করেন। যা টি-টোয়েন্টির ইতিহাসে দশ নম্বরে ব্যাট করতে নামা ব্যাটসম্যামনদের মধ্যে সর্বোচ্চ। এর আগে নেপালের সোমপাল কামি হংকং-এর বিরুদ্ধে দশে ব্যাট করতে নেমে ৪০ রান করেছিলেন। যেটা ছিল এতদিন সর্বোচ্চ। ওয়েস্ট ইন্ডিজের কোন খেলোয়াড়ই সাত বা তার নীচে ব্যাটিং করতে নেমে আকিলের স্কোরের চেয়ে বেশি রান করতে পারেননি। এটাও তাঁর নজির।

শেষ ৫ ওভারে আকিল হোসেন এবং রোমারিও শেফার্ড মিলে ৭২ রান করেন। তবু জেতাতে পারেননি ওয়েস্ট ইন্ডিজকে। ২৮ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন রোমারিও। এবং ১৬ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন আকিল। তবু ওয়েস্ট ইন্ডিজ ১ রানে হেরে যায়। প্রসঙ্গত, আকিল এবং রোমারিও ১টি করে উইকেটও নিয়েছেন। নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেটে ১৭০ রান করে তারা। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নিয়েছে মইন আলি। ২ উইকেট নিয়েছেন আদিল রশিদ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন? ব্যক্তি মমতা নন, তাঁর রাজনীতিকে বোঝাতে চেয়েছি, মৃত্যুকামনা বললেন অভিজিৎ গাঙ্গুলি শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.