বাংলা নিউজ > ময়দান > 'ওঁরা শুধু মন জেতেননি, অনুপ্রাণিত করেছেন', স্বাধীনতা দিবসের ভাষণে নীরজদের কুর্নিশ প্রধানমন্ত্রী মোদীর

'ওঁরা শুধু মন জেতেননি, অনুপ্রাণিত করেছেন', স্বাধীনতা দিবসের ভাষণে নীরজদের কুর্নিশ প্রধানমন্ত্রী মোদীর

লালকেল্লার পতাকা উত্তোলন অনুষ্ঠানে নীরজ চোপড়া-সহ ভারতীয় অ্যাথলিটরা। ছবি- পিটিআই (PTI)

লালকেল্লার পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেওয়া তাঁর কাছে নতুন অভিজ্ঞতা বলে জানালেন সোনাজয়ী নীরজ।

ওঁরা শুধু আমাদের মন জেতেননি, ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক এভাবেই কুর্নিশ জানান টোকিও অলিম্পিক্সে অংশ নেওয়া ভারতীয় ক্রীড়াবিদদের। সঙ্গে তিনি দেশবাসীকে আহ্বান জানান, টোকিওয় দেশকে গর্বিত করা অ্যাথলিটদের প্রয়াসকে সাধুবাদ জানাতে।

লালকেল্লায় জাতীর উদ্দেশ্যে স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘টোকিও অলিম্পিক্সে যে সব অ্যাথলিট আমাদের গর্বিত করেছেন, তাঁরা আজ আমাদের মধ্যে এখানে উপস্থিত রয়েছেন। দেশবাসীকে বলব, আজ ওঁদের কৃতিত্বকে সাধুবাদ জানাতে। ওঁরা শুধু আমাদের মন জয় করেননি, ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন।’

টোকিওয় ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের একমাত্র সোনাজয়ী নীরজ চোপড়া ও ভারোত্তলনে রুপোজয়ী মীরাবাঈ চানু-সহ অনেক ক্রীড়াবিদ উপস্থিত ছিলেন লালকেল্লার অনুষ্ঠানে। নীরজ চোপড়া জানান, লালকেল্লার পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেওয়া তাঁর কাছে নতুন অভিজ্ঞতা। কেননা এতদিন তিনি টেলিভিশনের পর্দাতেই দেখেছেন স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠান।

নীরজ বলেন, ‘আমরা টেলিভিশনেই পতাকা উত্তোলন অনুষ্ঠান দেখতে অভ্যস্ত ছিলাম। এবার আমরা এখানে উপস্থিত। এটা একেবারে নতুন অভিজ্ঞতা। আমরা অলিম্পিক্সের ব্যক্তিগত বিভাগে দীর্ঘদিন সোনা জিততে পারিনি। এটা ভেবে ভালো লাগছে যে, সারা দেশ আমার জন্য গর্ববোধ করছে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায় মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.