ইন্দোনেশিয়ার যোগকার্তায় একটি ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হওয়ার পর, ১৭ বছর বয়সী চিনের এক তরুণ ব্যাডমিন্টন খেলোয়াড় দুঃখজনক ভাবে প্রয়াত হয়েছে। সোমবার এমনটাই জানানো হয়েছে কর্মকর্তাদের তরফে।
ঝাং ঝিজি রবিবার গভীর রাতে এশিয়া জুনিয়র চ্যাম্পিয়নশিপে জাপানের কাজুমা কাওয়ানোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছিল। ম্যাচের প্রথম গেম চলার সময়েই হঠাৎ কোর্টের মধ্যে লুটিয়ে পড়ে সে। যখন খেলার ফল ১১-১১, তখনই কোর্টে লুটিয়ে পড়তে দেখা যায় চিনের ১৭ বছরের সেই প্রতিশ্রুতিমান শাটলারকে।
আরও পড়ুন: পারিবারিক কারণে চাকরি ছাড়ছেন দ্রাবিড়, দু'জনের নাম শর্টলিস্ট করা হয়েছে- দাবি জয় শাহের
এর পর ঘটনাস্থলেই তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তবে শুরু থেকেই সে চিকিৎসায় সাড়া দিচ্ছিল না, কিছুক্ষণ পরেই হাসপাতালের ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে তাকে। ঝাং-কে বাঁচানোর সব রকম প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়।
এএফপি ইন্দোনেশিয়ার ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের মুখপাত্র ব্রোটো হ্যাপিকে কোট করে লিখেছে, ‘চিকিৎসার মাধ্যমে যা ইঙ্গিত পাওয়া গিয়েছে, তাতে হঠাৎ করেই সেই প্লেয়ার হৃদরোগে আক্রান্ত হয়েছিল।’ মুখপাত্রের মতে, ঝাং-এর বাবা-মা খবর জানার পরেই উড়ে আসছেন ইন্দোনেশিয়ায়।
আরও পড়ুন: T20 WC জিতেও স্বস্তি নেই, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা,বাবার্ডোজেই আটকে রোহিতরা
ব্যাডমিন্টন এশিয়া এবং পিবিএসআই এক বিবৃতিতে বলেছে, ‘ব্যাডমিন্টন বিশ্ব একজন প্রতিভাবান খেলোয়াড়কে হারিয়েছে।’ অলিম্পিক্সে জোড়া পদক জয়ী ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু মর্মান্তিক এই মৃত্যু নিয়ে শোক প্রকাশ করেছেন। ‘হৃদয়বিদারক’ ঘটনা বলে বর্ণনা করেছেন সিন্ধু। নিজের নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘এই খারাপ সময়ে আমি ঝাং-এর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। বিশ্ব এক অসাধারণ প্রতিভাকে হারাল। শোক প্রকাশের কোনও ভাষা নেই। ওর পরিবারের সদস্যদের সমবেদনা জানাই।’
গভর্নিং বডি, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন এক বিবৃতিতে বলেছে, ‘উদীয়মান ব্যাডমিন্টন প্রতিভা ঝাং ঝিজিকে হারানোর কারণে আমরা দুঃখিত। আমরা ওর পরিবার, ওর সতীর্থ, চিনা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন এবং সমগ্র চিনা ব্যাডমিন্টন সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা জানাই।’
আরও পড়ুন: T20I থেকে সরে দাঁড়ানোর কথা ভাবিইনি, কিন্তু… অবসরের রহস্য উস্কে দিলেন রোহিত
চিনের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন-ও ঝাং-এর মৃত্যুর খবরে গভীর দুঃখ প্রকাশ করেছে। তারা এক বিবৃতিতে লিখেছে ‘ঝাং ঝিজি ব্যাডমিন্টন পছন্দ করত এবং জাতীয় যুব ব্যাডমিন্টন দলের একজন অসামান্য ক্রীড়াবিদ ছিল।’
একেবারে খুদে বয়স থেকেই ব্যাডমিন্টনের প্রতি ঝাং-এর আলাদা ভালোবাসা ছিল। কিন্ডারগার্টেনে থাকাকালীন ব্যাডমিন্টনে হাতেখড়ি হয়েছিল তার। আগের বছর যখন চিনের জাতীয় যুব দলে যোগদানের জন্য নির্বাচিত হয়, তখন তার প্রতিভাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এই বছরের শুরুতেই ডাচ জুনিয়র ইন্টারন্যাশনালের সিঙ্গলসে জয়ী হওয়ার সময় কোর্টে ঝাং-এর দক্ষতা সকলের নজরে পড়েছিল। যুব ব্যাডমিন্টন সার্কিটে এই টুর্নামেন্টটি অত্যন্ত সমাদৃত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।