বাংলা নিউজ > ময়দান > অস্ট্রেলিয়া সফরে ভারতের ২৬ জনের স্কোয়াড চাইছেন প্রসাদ, জানালেন পাঁচটি কারণ

অস্ট্রেলিয়া সফরে ভারতের ২৬ জনের স্কোয়াড চাইছেন প্রসাদ, জানালেন পাঁচটি কারণ

টিম ইন্ডিয়ার অনুশীলন। ছবি- পিটিআই।

ডিসেম্বর-জানুয়ারিতে অজিদের বিরুদ্ধে চারটি টেস্টের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।

সচরাচর দেশের মাঠে সিরিজ খেলা হলে জাতীয় নির্বাচকরা ১৪ জনের স্কোয়াড বেছে নেন টিম ইন্ডিয়ার জন্য। বিদেশ সফরে অতিরিক্ত একজন বা দু'জনকে জুড়ে দেওয়া হয় সঙ্গে। এক্ষেত্রে একাধিক উইকেটকিপারের বিকল্প রেখে দেওয়া হয় স্কোয়াডে।

তবে করোনা মহামারির মাঝে অস্ট্রেলিয়ার মতো লম্বা সফরের জন্য ২৬ জনের শক্তিশালী স্কোয়াড বেছে নেওয়া উচিত ভারতের। এমনটাই মনে করেন প্রাক্তন জাতীয় নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ।

সংবাদ সংস্থা পিটিআইয়ের সঙ্গে কথা বলার সময় নিজের দাবির স্বপক্ষে একাধিক যুক্তি দিয়েছেন প্রসাদ। তাছাড়া তিনি উদাহরণ দিয়েছেন ইংল্যান্ড সফরে উড়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান দলেরও।

ওয়্স্ট ইন্ডিজ ইংল্যান্ড সফরে গিয়েছে ২৬ জনের স্কোয়াড নিয়ে। পাকিস্তান ইংল্যান্ডে উড়ে গিয়েছে ২৯ জন ক্রিকেটার নিয়ে। প্রসাদ দাবি করেন, এরকমই জাম্বো একটা স্কোয়াড নিয়ে অস্ট্রেলিয়া সফরে যাওয়া দরকার কোহলিদের। তিনি যে কারণগুলি উল্লেখ করেছেন, তা হল-

প্রথমত, করোনা মহামারির মাঝে জৈব-নিরাপত্তার পরিমণ্ডলে থাকলেও ভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকায় স্থানীয় নেট বোলারদের টিম ইন্ডিয়ার কাছাকাছি আসতে দেওয়া উচিত নয় বলে মনে হয়েছে প্রসাদের।

দ্বিতীয়ত, ১৪ দিনের কোয়ারান্টাইনের মাঝেই নিজেদের মধ্যে দু'টি দল করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ থাকবে ২৬ জনের স্কোয়াড নিয়ে গেলে।

তৃতীয়ত, সিরিজের মাঝেই দলে করোনা সংক্রমণের ঘটনা ঘটলে তাদের যথাযথ পরিবর্ত খুঁজে নেওয়া সম্ভব হবে।

চতুর্থত, আইপিএল খেলেই অস্ট্রেলিয়া সফরে উড়ে যাবে ভারতীয় দল। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া সফরে চোট-আঘাত সমস্যা দেখা দিতেই পারে। কাউকে বদলি হিসেবে দেশ থেকে উড়িয়ে নিয়ে গেলে তাঁকে নতুন করে ১৪ দিনের কোয়ারান্টাইনে থাকতে হবে।

সর্বোপরি, প্রসাদ চাইছেন সিনিয়র দলের সঙ্গে ভারতীয়-এ দলের ক্রিকেটারদের অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হোক। তাহলে টিম ম্যানেজমেন্ট সামনে থেকে যাচাই করে নিতে পারবে বেঞ্চ স্ট্রেনথ। প্রয়োজন মতো এই রিজার্ভ ক্রিকেটারদের পরবর্তী সময়ে জাতীয় দলের জন্য বেছে নিতে সুবিধা হবে।

উল্লেখ্য, ডিসেম্বর-জানুয়ারিতে অজিদের বিরুদ্ধে চারটি টেস্টের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। নভেম্বরেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন কোহলিরা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো ‘ক্রু’ সিনেমায় ক্যামিয়ো রোলে দেখা যাবে তৈমুর-জেহকে? BTS ভিডিয়ো ঘিরে তুমুল হইচই 'ভেবেছিলাম সমস্যা হবে...', সপ্তর্ষিকে বিয়ে করার অনুমতি সোহিনীকে কে প্রথম দেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.