ভামিকাকে আড়াল করার শত চেষ্টা ব্যর্থ হল, এক ঝলক দেখা মিলল বিরুষ্কার তনয়ার
Updated: 03 Jun 2021, 05:01 PM ISTআইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনাল খেলতে উড়ে গেলেন বিরাট কোহলি। সঙ্গে মেয়েকে নিয়ে গেলেন অনুষ্কা শর্মাও। আর লন্ডন উড়ে যাওয়ার আগে বিমানবন্দরে, ভামিকার মুখের খুব সামান্য অংশ দেখা গেল। আর তাতেই খুশি বিরুষ্কার ভক্তরা। সেই ছবি নেটদুনিয়ায় এখন ভাইরাল।
পরবর্তী ফটো গ্যালারি