বাংলা নিউজ > ময়দান > অস্ট্রেলিয়া সফরে ভারত WWE পর্যায়ের কামব্যাক করেছে, দাবি কিংবদন্তি ট্রিপল এইচ-এর

অস্ট্রেলিয়া সফরে ভারত WWE পর্যায়ের কামব্যাক করেছে, দাবি কিংবদন্তি ট্রিপল এইচ-এর

হিন্দুস্তান টাইমস-এর প্রতিনিধির সঙ্গে কথা বলছেন ট্রিপল এইচ।

ভারতীয় দলকে ব্যক্তিগতভাবে WWE-র আসরে আমন্ত্রণও জানিয়েছেন পল।

অস্ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়ার ঘুরে দাঁড়ানোর লড়াইকে WWE পর্যায়ের কামব্যাক হিসেবে বর্ণনা করলেন ট্রিপল এইচ। কিংবদন্তি WWE তারকা পল লেভেস্কিউ হিন্দুস্তান টাইমসের প্রতিনিধির সঙ্গে আলোচনায় জানালেন যে, ভারতীয় দলের পারফর্ম্যান্সে তিনি অভিভূত। রাহানেদের পারফর্ম্যান্সে খুশি হয়ে ভারতীয় দলকে ২৬ জানুয়ারির সুপারস্টার স্পেকটাকলের আসরে আমন্ত্রণও জানিয়েছেন তিনি।

ট্রিপল এইচ এই মুহূর্তে WWE-র গ্লোবাল ট্যালেন্ট স্ট্র্যাটেজি ও ডেভেলপমেন্টের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন। তিনি যে ক্রিকেটের খবরাখবর রাখেন, সেটা জানা গিয়েছিল আগেই। প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া ইংল্যান্ড দলকে তিনি তাঁর একটি চ্যাম্পিয়ন বেল্ট উপহার দিয়েছেন।

যশ ভাটিকে কিংবদন্তি পল জানালেন, তিনি সরাসরি খেলা না দেখলেও টিম ইন্ডিয়ার অস্ট্রেলিয়া সফরের খবরাখবর রেখেছেন। তিনি বলেন, 'আমি খবর রেখেছি। যদিও সময়ের পার্থক্যের জন্য সরাসরি খেলা দেখা হয়নি। ভারত WWE পর্যায়ের কামব্যাক করেছে এবং অসাধারণ জয় তুলে নিয়েছে। এটা অবিশ্বাস্য এবং ওদের সকলের জন্য গর্বিত।'

পরক্ষণেই ট্রিপল এইচ বলেন, 'আমি জানি ভারতীয় দল সেলিব্রেট করছে। তবে আমি ব্যক্তিগতভাবে ভারতীয় দলকে আমন্ত্রণ জানাচ্ছি। এসে সুপারস্টার স্পেকটাকলে সামিল হও এবং আমাদের সঙ্গে সেলিব্রেশন জারি রাখো। আমরাও তোমাদের সঙ্গে সেলিব্রেট করতে চাই। যদিও ওরা আতে চায়, তবে আমাদের একবার জানাক। ওদের ইচ্ছা পূরণ করতে দারুণ লাগবে। আমি ওদের কামব্যাকে গর্বিত। অভিনন্দন।'

বন্ধ করুন