ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে টি-২০ ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোন টপকে গেলেন অ্যারন ফিঞ্চ। ইতিহাসের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে এমন দুরন্ত নজির গড়েন অজি তারকা। দেখে নেওয়া যাক সবথেকে বেশি টি-২০ রান করা ক্রিকেটারদের তালিকায় ফিঞ্চের আগে রয়েছেন কারা।
1/7পারথ স্কর্চার্সের বিরুদ্ধে বিগ ব্যাশ লিগের ম্যাচে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে ৬৮ রানের অনবদ্য ইনিংস খেলার পথে অ্যারন ফিঞ্চ ইতিহাসের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে টি-২০ ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোন টপকে যান। তাঁর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন ক্রিস গেইল, কায়রান পোলার্ড, শোয়েব মালিক, ডেভিড ওয়ার্নার ও বিরাট কোহলি।
2/7ক্রিস গেইল: ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে ৪৫৩টি টি-২০ ম্যাচের ৪৪৫টি ইনিংসে ব্যাট করতে নেমে ক্রিস গেইল সবথেকে বেশি ১৪৩২১ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ২২টি। হাফ-সেঞ্চুরি করেছেন ৮৭টি। ছক্কা মেরেছেন ১০৪৫টি।
3/7কায়রন পোলার্ড: টি-২০ ক্রিকেটে সবথেকে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কায়রন পোলার্ড। তিনি ৫৭৩টি ম্যাচের ৫০৮টি ইনিংসে ব্যাট করতে নেমে ১১৩২৬ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ১টি। হাফ-সেঞ্চুরি করেছেন ৫৬টি। ছক্কা হাঁকিয়েছেন ৭৬১টি।
4/7শোয়েব মালিক: পাক তারকা শোয়েব মালিক টি-২০ ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক। ৪৬০টি ম্যাচের ৪২৬টি ইনিংসে ১১২৭৪ রান সংগ্রহ করেছেন শোয়েব। তিনি একটিও সেঞ্চুরি করেননি। তবে হাফ-সেঞ্চুরি করেছেন ৬৮টি। ছক্কা মেরেছেন ৩৪৯টি।
5/7ডেভিড ওয়ার্নার: টি-২০ ক্রিকেটের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেন ডেভিড ওয়ার্নার। অজি তারকা ৩১৩টি ম্যাচের ৩১২টি ইনিংসে ব্যাট করতে নেমে ১০৩০৮ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ৮টি। হাফ-সেঞ্চুরি করেছেন ৮৫টি। ছক্কা মেরেছেন ৩৮৯টি।
6/7বিরাট কোহলি: টি-২০ ক্রিকেটে সবথেকে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় বিরাট কোহলি রয়েছেন পাঁচ নম্বরে। তিনি ৩২৪টি ম্যাচের ৩০৭টি ইনিংসে ব্যাট করতে নেমে ১০২০৪ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ৫টি। হাফ-সেঞ্চুরি করেছেন ৭৫টি। ছক্কা মেরেছেন ৩২১টি।
7/7অ্যারন ফিঞ্চ: টি-২০ ক্রিকেটে দশ হাজারি ক্লাবের নবতম সদস্য অ্যারন ফিঞ্চ। তিনি ৩৩২টি ম্যাচের ৩২৭টি ইনিংসে ব্যাট করতে নেমে ১০০৪৮ রান সংগ্রহ করেছেন। তিনি সেঞ্চুরি করেছেন ৮টি। হাফ-সেঞ্চুরি করেছেন ৬৫টি। ছক্কা হাঁকিয়েছেন ৪১০টি।