ভারতের ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্র সূর্যকুমার যাদব। ভারতীয় ক্রিকেটের দ্রুতগতির উত্থানে তাঁর আশেপাশে কেউ নেই। ২০২১ সালের শুরুর দিকে বহু প্রতীক্ষিত অভিষেক ঘটে তাঁর। অভিষেক হওয়ার পর থেকেই বোলারদের উপর তাণ্ডব চালাচ্ছেন তিনি। ২০২২ সালে নিজের জাত চিনিয়েছেন তিনি। টি-টোয়েন্টি ফর্ম্যাটে দুটি শতরান সহ ১১০০ রানের মালিক হয়েছেন তিনি। আইসিসির টি-টোয়েন্টি ফর্ম্যাটে বর্ষসেরা ক্রিকেটার।
দীর্ঘ চার মাস ধরে সেই শীর্ষস্থান ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। ৩৬০ ডিগ্রি খেলার ক্ষমতা তাঁর রয়েছে। সূর্যকুমার যাদবের আগে ৩৬০ ডিগ্রি খেলার উপাধি দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবি ডি'ভিলিয়ার্সকে। যাদবের রুদ্র মূর্তি দেখে অনেকেই এবির সঙ্গে তুলনা করেছেন।
আরও পড়ুন… শেষ ম্যাচে হেরে চোখের জলে বিদায়, সানিয়া মির্জার পেশাদার টেনিস জীবনের ইতি
তবে স্বয়ং এবি ডি'ভিলিয়ার্স কী মনে করেন? সম্প্রতি তাঁর লেখা একটি ব্লগে তিনি জানিয়েছেন, তিনি এক ১৯ বছর বয়সী যুবককে খুঁজে পেয়েছেন। যার খেলায সূর্যকুমার যাদবের সঙ্গে মিল রয়েছে। ডি'ভিলিয়ার্স মনে করেন ১৯ বছর বয়সী ডিওয়াল্ড ব্রেভিস, যার ডাকনাম বেবি এবি তিনি অনেকটা যাদবের মতই খেলেন।
ডি'ভিলিয়ার্স বলেন, ‘সূর্যকুমার ও ডিওয়াল্ড যেভাবে খেলাটাকে এগিয়ে নিয়ে যায় তাতে এই দুজনের অনেক মিল রয়েছে। এরা দু'জনে আক্রমনাত্মক ব্যাটিং করেন। বোলারকে স্থির হতে সময়ই দেয় না।’ তবে ১৯ বছর বয়সী ব্রেভিসের এখনও অনেক কিছু শেখার বাকি রয়েছে। সে বিষয়ে উল্লেখ করে ডি'ভিলিয়ার্স বলেন, ‘ব্রেভিস অনেক ছোট। ওর সামনে দীর্ঘ ভবিষ্যৎ পরে রয়েছে। অন্যদিকে যাদব এখন কিছুটা অভিজ্ঞ। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে অনেকটাই এগিয়ে রয়েছে। ওদের দুই ক্রিকেটারের খেলা আমার ভালো লাগে।’
আরও পড়ুন… সাফল্যের কোনও শর্টকাট হয় না- প্রস্তুতি ম্যাচ না খেলায় সমালোচনার মুখে স্মিথরা
সূর্যকুমার যাদব যেমন বছরের শুরুতে একটি সেঞ্চুরি ও একটি অর্ধশতরান করেছেন তেমনি, ব্রেভিস এসএ ২০ টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেন। ব্রেভিস ১০ ইনিংস খেলে একটি অর্ধশতরান এবং একটি সেঞ্চুরির সাহায্যে ২৩৫ রান করেছেন এমআই কেপটাউনের হয়ে। অন্যদিকে ৩১ মার্চ থেকে শুরু হতে চলা আইপিএলে ড্রেসিংরুম শেয়ার করবেন সুর্যকুমার যাদব ও ব্রেভিস।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।