শুভব্রত মুখার্জি: ভারতের সঙ্গে প্রাক্তন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডি'ভিলিয়ার্সের সুসম্পর্ক দীর্ঘদিনের। আইপিএলের ফ্রাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দীর্ঘদিন সাফল্যের সঙ্গে খেলেছেন তিনি। এবার সেই সম্পর্কের বন্ধনকেই অন্য পর্যায়ে নিয়ে যেতে উদ্যোগ নিয়েছেন তিনি। ভারতের দুস্থ শিশুদের ভবিষ্যত ক্রিকেটার তৈরি করতে সাহায্য করবেন এবি। তাদের মেন্টর করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন ডি'ভিলিয়ার্স। এই বিষয়ে ‘মেক আ ডিফারেন্স’ অর্থাৎ ‘ম্যাড’ নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।
আরও পড়ুন… ENG vs SA: টেমসে বিসর্জন ব্যাজবলের! আড়াই দিনে ইংরেজদের ফানুস ফাটিয়ে দিল দক্ষিণ আফ্রিকা
তার নতুন অ্যাসোসিয়েশন সম্বন্ধে বলতে গিয়ে ডিভিলিয়ার্স জানান, ‘বছরের পর বছর ধরে ভারত আমার প্রতি সহৃদয় থেকেছে। সেই কারণে আমা সবসময় পথ খোঁজার চেষ্টা করেছি যাতে করে তাদেরকে কিছুটা হলেও এই সহৃদয়তা ফেরত দিতে পারি। ম্যাডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুব খুশি। ম্যাডের তরফ থেকে যে দুজন দুস্থ বাচ্চাকে সাপোর্ট করা হবে, আমি তাদেরকে মেন্টর করব। এনজিও সেই সব শিশুদের সাহায্য করে যারা অত্যন্ত কঠিন পরিস্থিতিতে জন্মেছে এবং তার মধ্যে দিয়ে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত করে যতক্ষণ না পর্যন্ত তারা দারিদ্রতার হাত থেকে মুক্তি পায়। ওদের কাজটা অনবদ্য।’
আরও পড়ুন… সেপ্টেম্বরে ভারত সফরে শক্তিশালী দল নিয়ে আসছে নিউজিল্যান্ড এ
প্রথম পর্যায়ে ডিভিলিয়ার্স দুজনের মেন্টর হিসেবে কাজ করবেন। লখনউয়ের ১৮ বছর বয়সি অয়ন তাদের মধ্যে অন্যতম। অয়নের সবে স্কুল শেষ হয়েছে। সে ভারতের হয়ে আপাতত অনুর্ধ্ব-১৯ পর্যায়ে খেলতে চায়। দ্বিতীয়জন ২১ বছর বয়সি অনিতা। যে এই মুহূর্তে ব্যাঙ্গালোরে জার্নালিজম নিয়ে পড়াশোনা করছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।