দুর্বল প্রতিপক্ষ পেয়ে ব্যক্তিগত রেকর্ড গড়ার হিড়িক পাক ব্যাটসম্যানদের। জিম্বাবোয়ের বিরদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই শতরান করেছিলেন আজহার আলি ও আবিদ আলি। আজহার ১২৬ রান করে আউট হলেও আবিদ অপরাজিত ছিলেন ১১৮ রানে।
দ্বিতীয় দিনে তার পর থেকে খেলতে নেমে ব্যক্তিগত দ্বিশতরান পূর্ণ করেন আবিদ। পাক ওপেনার কেরিয়ারের একমাত্র ডাবল সেঞ্চুরি পূর্ণ করলেও নিশ্চিত শতরান হাতছাড়া করেন টেল-এন্ডার নউমান আলি।
সাজিদ (২০), রিজওয়ান (২১) ও হাসান আলি (০) আউট হওয়ার পর ক্রিজে নামেন নউমান। ৩৪১ রানে পাকিস্তান ৭ উইকেট হারায়। তার পর ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন নউমান। ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষমেশ চায়ের বিরতির ঠিক পরেই ব্যক্তিগত ৯৭ রানে আউট হয়ে বসেন নউমান। ১০৪ বলের ইনিংসে তিনি ৯টি চার ও ৫টি ছক্কা মারেন। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে এটিই নউমানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
আবিদ আলি ২৯টি বাউন্ডারির সাহায্যে ৪০৭ বলে ২১৫ রান করে অপরাজিত থাকেন। এটি তাঁর টেস্ট কেরিয়ারের তৃতীয় শতরান তথা প্রথম ডাবল সেঞ্চুরি। স্বাভাবিকভাবেই টেস্টে এটি তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
নউমান আউট হওয়া মাত্র পাকিস্তান ৮ উইকেটে ৫১০ রানে তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।