ব্যাট হাতে পরিচিত মেজাজে ঝড় তুললেন ক্রিস গেইল। যদিও দল হারায় ব্যর্থ হল দ্য ইউনিভার্স বসের ঝোড়ো হাফ-সেঞ্চুরি। আবু ধাবি টি-১০ লিগে শীর্ষে থাকা টিম আবু ধাবিকে ১০ রানে হারিয়ে দিল বাংলা টাইগার্স।
জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলা টাইগার্স। নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৩০ রান তোলে তারা। হজরতউল্লাহ জাজাই ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২০ বলে ৪১ রান করেন। ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৭ বলে ৪৩ রান করেন উইল জ্যাকস। ফ্যাফ ডু'প্লেসি ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮ বলে ২২ রান করে অপরাজিত থাকেন।
আবু ধাবির হয়ে ১টি করে উইকেট নেন আহমেদ ড্যানিয়েল, মার্চেন্ট ডি'ল্যাঙ্গ, লিয়াম লিভিংস্টোন, ড্যানি ব্রিগস ও নবীন উল হক।
জবাবে ব্যাট করতে নেমে টিম আবু ধাবি ১০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১২০ রানে আটকে যায়। ক্রিস গেইল ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২৩ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন। তিনি ২২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। লিভিংস্টোন ৩টি ছক্কার সাহায্যে ৬ বলে ২০ রান করেন। ২টি করে উইকেট নেন ফকনার ও হাওয়েল। ম্যাচের সেরা হয়েছেন ফকনার।
চলতি টুর্নামেন্টে এই প্রথমবার হারের মুখ দেখল টিম আবু ধাবি। যদিও তারা ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এক নম্বরেই থেকে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।