ব্যাট হাতে ইয়ন মর্গ্যান ও বল হাতে ডমিনিক ড্রেকসের যুগলবন্দি আবু ধাবি টি-১০ লিগে লড়াকু জয় এনে দেয় দিল্লি বুলসকে। টুর্নামেন্টের ২৪তম ম্যাচে ডোয়েন ব্র্যাভোর নেতৃত্বাধীন দিল্লি ১২ রানে পরাজিত করে ফ্যাফ ডু'প্লেসির বাংলা টাইগার্সকে। যদিও টাইগার্সের হয়ে চোয়ালচাপা লড়াই চালান মহম্মদ আমির-ডু'প্লেসিরা। তবে তাঁদের প্রয়াস দলের জয় নিশ্চিত করার পক্ষে যথেষ্ট ছিল না।
জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে দিল্লি। তারা নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১০০ রান তোলে। ইয়ন মর্গ্যান দলের হয়ে সবথেকে বেশি ৩৫ রান সংগ্রহ করেন। ১৯ বলের ইনিংসে তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। এছাড়া রহমানুল্লাহ গুরবাজ ১৩, লিউক রাইট ১১ ও গুলবদিন নায়েব ১১ রান করেন। ব্যাভো নট-আউট থাকেন ২ বলে ৯ রান করে।
মহম্মদ আমির ২ ওভারে ১৩ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। জেমস ফকনার দখল করেন ১৮ রানে ২টি উইকেট। ২১ রানে ২টি উইকেট নেন লিউক ফ্লেচার।
পালটা ব্যাট করতে নেমে বাংলা টাইগার্স ১০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৮৮ রানের বেশি সংগ্রহ করতে পারেনি। ক্যাপ্টেন ডু'প্লেসি ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬ বলে ২৬ রান করেন। লিউক ফ্লেচার অপরাজিত থাকেন ১৯ রান করে।
ডমিনিক ড্রেকস ২ ওভারে মাত্র ৯ রান খরচ করে ৪টি উইকেট দখল করেন। আদিল রশিদ নিয়েছেন ১৬ রানে ২ উইকেট। ব্র্যাভো ২৫ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ড্রেকস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।