আসন্ন আবু ধাবি টি-১০ লিগের জন্য টিম আবু ধাবির সহকারী কোচ নিযুক্ত হলেন ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার সারা টেলর। সেদিক থেকে ছেলদের কোনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে দ্বিতীয় মহিলা কোচ হিসেবে ইতিহাস গড়লেন টেলর।
এর আগে সাসেক্সের ছেলেদের ক্রিকেট দলের কোচিং স্টাফ নিযুক্ত হয়েছেন টেলর, যাঁকে ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা উইকেটকিপার-ব্যাটার হিসেবে বিবেচনা করা হয়। আবু ধাবি দলে হেড কোচ পল ফারব্রেস ও দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অল-রাউন্ডার লান্স ক্লুজনারের সঙ্গে কাজ করতে দেখা যাবে সারাকে।
উল্লেখ্য, ২০১৯ সালে জুলিয়া প্রাইস বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের সহকারী কোচ নিযুক্ত হন। তিনিই প্রথম মহিলা, যিনি ছেলেদের ফ্র্যাঞ্চাইজি লিগে কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর পদাঙ্ক অনুসরণ করলেন সারা।
টিম আবু ধাবির দায়িত্ব পাওয়ার পর সারা আশা প্রকাশ করেন যে, তাঁকে দেখে আরও মহিলারা কোচিংকে পেশা হিসেবে বেছে নিতে আগ্রহী হবেন। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জমানায় মেয়েদের সামনেও যে এমন সুযোগ থাকতে পারে, সেটা বোঝাতে পারলেন তিনি।
উল্লেখ্য, সারা টেলর ইংল্যান্ডের হয়ে ১০টি টেস্ট, ১২৬টি ওয়ান ডে ও ৯০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। তিন ফর্ম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে যথাক্রমে ৩০০, ৪০৫৬ ও ২১৭৭ রান সংগ্রহ করেছেন তিনি।