চিরপ্রতিদ্বন্দ্বী অ্যান্ডি মারেকে কোচ নিয়োগ করে চমক দিয়েছেন নোভাক জকোভিচ। আগামী বছরের অস্ট্রেলিয়ান ওপেনের জন্য তাঁকে কোচ নির্বাচিত করেছেন তিনি। ২০২৪ প্যারিস অলিম্পিক্সের পর টেনিসকে বিদায় জানিয়েছিলেন অ্যান্ডি মারে, সেই একই মঞ্চে সোনার পদক জিতেছিলেন জকোভিচ। মারে জানান, এই প্রথম বার জকোভিচের পক্ষে থাকবেন তিনি। ১২ জানুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। শেষ হবে ২৬ জানুয়ারি। তার আগে প্রস্তুতি শিবিরে দু’জনকে একসঙ্গে দেখা যাবে। আর এই দুই জুটিকে নিয়েই এক বিরাট তথ্য দিলেন আরেক টেনিস তারকা অ্যান্ডি রডিক। তিনি জানান, মারে এর আগে একাধিক জনের থেকে কোচ হওয়ার অফার পেয়েছিলেন, কিন্তু সেগুলি প্রত্যাখ্যান করেন।
রডিক এক পডকাস্ট শোয়ে বলেন, ‘আমি শুনেছি গত ৪ মাসে মারে প্রচুর পুরুষ এবং মহিলা টেনিস খেলোয়াড়দের থেকে কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু তিনি সেগুলি প্রত্যাখ্যান করে দেন।’ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেনিস সাংবাদিক জন ওয়ার্থহেইম। তিনি বলেন, ‘আমি আরেকটু যোগ করব। আমিও এই বিষয়টা সম্পর্কে শুনেছি। নোভাক প্রথম খেলোয়াড় নন যে মারের কাছে এসেছে। আমার মনে হয় যদি তিনি এটা না করতেন তাহলে ভুল করতেন। আমি মনে করি শুধু অস্ট্রেলিয়ায় নয়, উইম্বলডনেও এই জুটিকে একসঙ্গে দেখা যাবে। আমায় অ্যান্ডি এবং তাঁর পরিবারের খুব কাছের একজন বলেছিল যে সে মারেকে বলেছিল- ‘তুমি যদি এই প্রস্তাবটাও প্রত্যাখ্যান করো তবে তুমি পস্তাবে। তুমি এটা গ্রহণ করেই দেখ শেষ পর্যন্ত কী হয়।’
মারের সঙ্গে জুটি বাধার বিষয়ে ইতিমধ্যেই বেশ উৎসাহী জকোভিচ। তিনি বলেন, ‘আমরা ছেলেবেলা থেকেই একে অপরের সঙ্গে খেলতাম। পঁচিশ বছর ধরে একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলাম এবং একজন অপরজনকে নিজেদের সীমার বাইরে বেরিয়ে সেরাটা দিতে সাহায্য করেছিলাম। টেনিস ক্যারিয়ারে আমাদের মধ্যে বেশ কিছু ঐতিহাসিক ম্যাচ হয়েছে। সবাই আমাদের গেম চেঞ্জার, ইতিহাসের রচয়িতা সহ নানা ভাবে অভিহিত করেছে। আমি ভেবেছিলাম আমাদের গল্প শেষ হয়ে গেছে। দেখা যাচ্ছে, এর একটি চূড়ান্ত অধ্যায় রয়েছে। আমার সবচেয়ে কঠিন প্রতিপক্ষ এবার পাশে দাঁড়াতে আসছে। কোচ অ্যান্ডি মারেকে স্বাগত।’ উল্লেখ্য, গত বছর দীর্ঘ দিনের কোচ গোরান ইভানিসেভিচকে নিজের দল থেকে সরিয়ে দেন জকোভিচ। ২০২২ সালে টেনিসকে বিদায় জানিয়েছিলেন রজার ফেডেরার। চলতি বছরে মারে ও রাফাও অবসর নেন। এখন একমাত্র পুরোনো তারকাদের মধ্যে রয়েছেন নোভাক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।