বাংলা নিউজ > ময়দান > IND vs AUS: ভারতের বিরুদ্ধে অনন্য রেকর্ড গড়লেন অজি স্পিনার অ্যাডাম জাম্পা

IND vs AUS: ভারতের বিরুদ্ধে অনন্য রেকর্ড গড়লেন অজি স্পিনার অ্যাডাম জাম্পা

উইকেট নেওয়ার পর অ্যাডাম জাম্পা। ছবি- এএনআই 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ হারতে হয়েছে ভারতকে। অজি স্পিনার অ্যাডাম জাম্পার সামনে দাঁড়াতেই পারেননি ভারতীয় ব্যাটাররা। চার উইকেট নেন জাম্পা। সেই সঙ্গে একটি রেকর্ডও গড়ে ফেললেন অজি স্পিনার।

ওডিআই সিরিজ জেতা হল না ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতলেও ওডিআই সিরিজ হাতছাড়া করতে হল রোহিত শর্মাদের। চেন্নাইয়ে ২১ রানে জিতল অজিরা। প্রথমে ব্যাট করতে নেমে ২৬৯ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৪৮ রানে অলআউট হয়ে যায় ভারত। আর সেই সঙ্গে সঙ্গে ওডিআই সিরিজ নিজেদের দখলে নিয়ে নিল স্টিভ স্মিথের দল।

সেই সঙ্গে ওডিআই বিশ্বকাপের আগে বড়সড় ধাক্কা খেল রাহুল দ্রাবিড়ের দল। চলতি বছরের শেষের দিকে ভারতের মাটিতে বসবে ওডিআই বিশ্বকাপের আসর। তার আগে এই সিরিজ ছিল ভারতের কাছে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সেই সিরিজ হারতে হল। ফলে ফের একবার ভারতের ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠে গেল।

এদিন চিপকে ভারতকে দাঁড়াতেই দেননি অজি স্পিনার অ্যাডাম জাম্পা। ১০ ওভার হাত ঘুরিয়ে ৪৫ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। সেই সঙ্গে সঙ্গে একটি রেকর্ডও গড়ে ফেললেন এই অজি স্পিনার। ওডিআইতে ভারতে এসে সবচেয়ে কম রান দিয়ে চার উইকেট নেওয়া স্পিনারদের মধ্যে প্রথমে জায়গা করে নিলেন জাম্পা। জাম্পার পরেই রয়েছেন অস্ট্রেলিয়ার ব্র্যাড হগ। ২০০৭ সালে নাগপুরে ষষ্ঠ ওডিআই ম্যাচে ১০ ওভার হাত ঘুরিয়ে ৪৯ রান দিয়ে ৪ উইকেট নেন হগ। ঠিক তারপর রয়েছেন শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস। তিনি ২০১৪ সালে রাঁচিতে ৯.৪ ওভার বল করে ৭৩ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি।

এই ম্যাচের সেরা হয়েছেন চার উইকেট নেওয়া জাম্পা। ম্যাচের সেরা হওয়ার পর জাম্পা বলেন, 'আমি এখানে সাফল্য পেয়েছি। এখানে সাফল্য পাওয়াটা খুবই কঠিন। শুধু তাই নয়, ভারতের মাটিতে খেলাটা খুবই কঠিন। এটা সব ক্রিকেটারদের কাছেই চ্যালেঞ্জের। আমি খেলার মধ্যে থাকার চেষ্টা করেছি। অ্যাস্টন ম্যাচের পরিস্থিতি পুরোপুরি বদলে দিয়েছে। আমি বল করার আগে যারা বল করেছে তাদেরকে শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই। আমরা একে অপরকে বিশ্বাস করি এবং নিজেদের গেম প্ল্যানে আমরা বিশ্বাস করি।'

এর আগে ২০১৯ সালে ভারত ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩-২ ব্যবধানে হেরেছে। এছাড়াও ২০০৯ সালে ৪-২ ব্যবধানে অজিদের বিরুদ্ধে হারতে হয় মেন ইন ব্লুকে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মঙ্গলে ১০ জেলায় সতর্কতা জারি, বুধে ৭টিতে ভারী বৃষ্টি, পরেও কোথায় কোথায় চলবে? iPhone 16-র উন্মোচন করল Apple! রয়েছে AI ‘পাওয়ার’, ভারতে কত দাম? কবে পাওয়া যাবে? এখনই নেতা বদলাতে চান না কার্স্টেনরা, বাবরদের সময় দেওয়ার পক্ষে মত দুই পাক কোচের RR-এর প্রতি দায়বদ্ধতা থেকেই বাকি IPL দলগুলির ব্ল্যাঙ্ক চেক অফার ফেরান দ্রাবিড়! ‘জাস্টিস চাইছিস! কোন সরকার হাজার টাকা করে দেয়! তৃণমূল যদি…’প্রতিবাদকারীদের হুমকি ইংল্যান্ডের ওপেনার একা করলেন ১৫০, আইরিশরা অল-আউট ৪৫ রানে, রেকর্ড জয় ব্রিটিশদের কলকাতার CP 'আমার কাছে নিজে এসেছেন অনেকবার পদত্যাগের জন্য', দাবি মমতার আড্ডা নয় আন্দোলন! চায়ের কাপ সরিয়ে প্রতিবাদের মোমবাতি জ্বলল কফি হাউসে ছবিতে কাজ দেওয়ার আছিলায় মডেলের সঙ্গে সহবাস! নয়া অভিযোগে বিদ্ধ জয়জিৎ, দিলেন সাফাই ১৮ ঘণ্টার মধ্যে দাবিপূরণ করুন, তবেই কর্মবিরতি তোলার কথা ভাবব, ডেডলাইন ডাক্তারদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.