বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালের আগে ভারতীয় ক্রিকেট দলের নয়া জার্সি প্রকাশ করল অ্যাডিডাস। টেস্টের সাদা জার্সির পাশাপাশি একদিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য ভিন্ন জার্সি তৈরি করা হয়েছে। তবে সার্বিকভাবে জার্সির ডিজাইনের খুব একটা বেশি পরিবর্তন হয়নি। মোটের উপর একইরকম ডিজাইন রাখা হয়েছে। সামান্য কিছু হেরফের করেছে জার্মান সংস্থা অ্যাডিডাস। টি-টোয়েন্টির হালকা নীল এবং একদিনের ক্রিকেটের নীল জার্সির বুকের কাছে নকশা করা হয়েছে। সেইসঙ্গে তিন জার্সিতেই অ্যাডিডাসের লোগোর বিখ্যাত স্ট্র্যাপ যোগ করা হয়েছে। কাঁধে সেই স্ট্র্যাপ রেখেছে অ্যাডিডাস। যে সংস্থা লিওনেল মেসির মতো তারকার স্পনসরও। আর তাতেই মজেছেন নেটিজেনরা।
বিখ্যাত জার্মান সংস্থার অ্যাডিডাসের আমলে ভারতীয় ক্রিকেট দলের জার্সি কেমন হয়, তা নিয়ে দিনকয়েক ধরেই তুমুল উন্মাদনা তৈরি হয়েছিল। বৃহস্পতিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় একাধিক জার্সির ভুয়ো ছবি ছড়িয়ে পড়েছিল। এমনকী অ্যাডিডাসের নামে ভুয়ো অ্যাকাউন্টও খোলা হয়। অবশেষে সন্ধ্যা ছ'টার পর ইনস্টাগ্রামে ১৭ সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করে ভারতীয় ক্রিকেট দলের জার্সি উন্মোচন করেছে অ্যাডিডাস।
ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তিনটি ড্রোনে করে উড়ছে ভারতের তিনটি জার্সি। টেস্টের জার্সির কাঁধে নীল রং ঘেঁষা অ্যাডিডাসের স্ট্রাইপ আছে। বুকের কাছে নীল রঙে ‘INDIA’ লেখা রয়েছে। আর সাদা বলের জার্সির একটি গাঢ় নীল এবং অপরটি হালকা নীল করা হয়েছে। ওই দুটি জার্সিতেই গেরুয়া রঙে ‘INDIA’ লেখা আছে। কাঁধে সাদা রঙের অ্যাডিডাসের স্ট্রাইপ রয়েছে। সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, ‘একটি আইকনিক মুহূর্ত। একটি আইকনিক স্টেডিয়াম। টিম ইন্ডিয়ার নয়া জার্সির উন্মোচন করা হল।’
আরও পড়ুন: WTC Final 2023: ১৪৩ বছরে ‘সবথেকে খারাপ’ রেকর্ড, WTC ফাইনালের আগে ‘ওভাল’ আতঙ্কে অস্ট্রেলিয়া!
নেটিজেনদের প্রতিক্রিয়া
অ্যাডিডাসের সেই নয়া জার্সিতে মজেছে নেটপাড়া। এক নেটিজেন বলেন, ‘দুর্দান্ত জার্সি।’ অপর একজন বলেছেন যে 'খুব ভালো রং।' এক নেটিজেন আবার বলেছেন, ‘অ্যাডিডাস, আমরা তিনটি জার্সিরই আসল ছবি চাই। শুধু হলোগ্রাম জার্সিতে চলবে না।’ তবে এখনই সেই জার্সি কিনতে পারবেন না ভারতীয় ক্রিকেট ভক্তরা। আগামী ৪ জুন থেকে ভারতীয় ক্রিকেট দলের নয়া জার্সি কেনা যাবে বলে জানিয়েছে অ্যাডিডাস।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)