প্রথমে দলগত কমপাউন্ড বিভাগে সোনা জয়ী দলের অংশ হিসেবে ইতিহাস লিখেছিলেন ১৭ বছরের অদিতি গোপীচাঁদ স্বামী। এবার তিনি ব্যক্তিগত কমপাউন্ড ইভেন্টেও সোনা জিতলেন। সেই সঙ্গে গড়লেন বিশাল রেকর্ড। তিরন্দাজিতে অদিতিই ভারতের প্রথম বিশ্বচ্যাম্পিয়ন। এর আগে তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্টে ভারতের কেউ কখনও সোনা পাননি। তাই নতুন করে ইতিহাসে ব্যক্তিগত ভাবেও নাম তুলে ফেললেন ১৭-র তনয়া।
শনিবার বিশ্ব মিটে মেয়েদের ব্যক্তিগত কমপাউন্ড বিভাগের ফাইনালে তিনি হারালেন দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেক্সিকোর আন্দ্রেয়া বেসেরাকে। ফাইনালে অদিতি এবং আন্দ্রেয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে শেষ হাসি হাসেন ভারতের তরুণী। ১৪৯-১৪৭ ব্যবধানে জয় ছিনিয়ে নেন অদিতি। এই ইভেন্টে সবচেয়ে কম বয়সে চ্যাম্পিয়ন হয়েও রেকর্ড গড়েছেন অদিতি। প্রসঙ্গত, গত মাসে যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপও জিতেছিলেন তিনি। এ বার সিনিয়র স্তরেও বাজিমাত করলেন অদিতি।
শুক্রবার ভারতের মহিলা দল কম্পাউন্ড বিভাগেও সোনা জিতেছিল। সেই দলেরও সদস্য ছিলেন অদিতি। তিরন্দাজির দলগত ইভেন্টেও এর আগে ভারত কখনও সোনা জিততে পারেনি। স্বভাবতই অদিতি সহ জ্যোতি সুরেখা ভেন্নাম এবং পরনীত কৌর মিলে শুক্রবারই ভারতীয় আর্চারিতে ইতিহাস লিখেছিল। ফাইনালে তাঁরা ২৩৫-২২৯ ব্যবধানে হারিয়েছিলেন মেক্সিকোকেই। এ বার মেক্সিকোর তারকা তিরন্দাজকে হারিয়ে ব্যক্তিগত বিভাগেও সোনা জিতে নতুন ইতিহাল লিখলেন অদিতি।
এই নিয়ে বার্লিনে চলতি বিশ্ব মিটে ভারতের মেয়েরা ২টি সোনা ও একটি ব্রোঞ্জ এল ভারতে। ব্রোঞ্জ মেডেল ম্যাচে তুর্কির ইপেক তরমুককে ১৫০-১৪৬ ব্যবধানে হারান জ্যোতি। এবং তিনি মেয়েদের ব্যক্তিগত কমপাউন্ড বিভাগ থেকে ভারতকে ব্রোঞ্জ এনে দেন। আর অদিতি এনে দিলেন সোনা।
এর আগে বাংলার দোলা বন্দ্যোপাধ্যায় বিশ্বকাপে সোনা জিতেছিলেন। তবে তিনি রিকারভ বিভাগে সোনা জিতেছিলেন। সেটা ২০০৭ সালে। দোলা কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিলেন। তবে অদিতি সোনা পেলেন ব্যক্তিগত কমপাউন্ড ইভেন্টে।
মাত্র ১১ বছর বয়সে তিরন্দাজি শুরু করেছিলেন অদিতি। তার পর থেকে যেন তাঁর জীবনের সবটা জুড়ে জায়গা করে নেয় তিরন্দাজি। এই বছরের শুরুতে তিরন্দাজির বিশ্বকাপে অনূর্ধ্ব-১৮ বিভাগে রেকর্ড গড়েছিলেন অদিতি। ৭২০ পয়েন্টের মধ্যে ৭১১ পেয়েছিলেন তিনি। আমেরিকার লিকা অ্যারিয়োলাকে ছ’পয়েন্টে হারিয়ে দিয়েছিলেন অদিতি। গত মাসে যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। ভারতের চতুর্থ মেয়ে হিসাবে সোনা জিতেছিলেন। আর এবার সিনিয়রদের ব্যক্তিগত কমপাউন্ড বিভাগে সোনা জিতছিলে অদিতি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।