নাবালিকা অ্যাথলিটের বিয়ে রুখে দিল প্রশাসন। খবর পেয়ে আলিপুরদুয়ারে গিয়ে উপস্থিত হন কর্তারা। প্রথমে পরিবারের তরফে বিষয়টা অস্বীকার করা হয়। তাঁদের তরফে একবার বলা হয় ফোনে আসক্ত হয়ে পড়েছিল নাবালিকা, তাই তাকে ভয় দেখানোর জন্য বিয়ের কথা বলা হয়েছিল। পরে চাপে পরে স্বীকার করেন অভাবের কারণে এরকম সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে প্রশানের কর্তারা সাফ বার্তা দেন, কোনও অবস্থাতেই বিয়ে দেওয়া যাবে না এখন ওই নাবালিকাকে। এরপরেই নিজের ভুল স্বীকার করে নেন ওই নাবালিকার মা। তিনি বলেন, ‘অন্যায় হয়েছে। এখন আর ওর বিয়ে দেব না। ও নিজের খেলা চালিয়ে নিয়ে যাবে।’ বিয়ে বন্ধ হয়ে যাওয়ায় বেশ খুশি ওই নাবালিকা। সে বলে, ‘মাথা থেকে একটা বড় বোঝা নেমে গেল।’
‘স্টিপলচেজ’-এ রাজ্য এবং জাতীয় স্তরে প্রতিদ্বন্দ্বিতা করেছে এই নাবালিকা। বহু পদক জিতেছে সে। তবে সম্প্রতি তার মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে পারেন প্রশিক্ষক। ১৭ বছর বয়সী নাবালিকাকে প্রায়ই মুষড়ে থাকতে দেখে তিনি, সন্দেহ হয় তাঁর। খোঁজ খবর নিয়ে জানতে পারেন নাবালিকার পরিবার তার বিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর এর ফলেই মানসিকভাবে ভেঙে পড়ে ওই নাবালিকা। খেলায়ও সেই প্রভাব লক্ষ্য করা যায়। তারপরে প্রশিক্ষক এবং এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছিল নাবালিকা। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের তরফে শিশু সুরক্ষা কমিটির সঙ্গে যোগাযোগ করা হয়। এরপরেই কমিটির চেয়ারম্যান, মেয়েটির প্রশিক্ষক, স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক সহ স্থানীয় পৌর প্রতিনিধি নাবালিকার বাড়িতে উপস্থিত হন। সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন না নাবালিকার বাবা। ছিল তার মা এবং ভাই।
এরপরেই শিশু সুরক্ষা কমিটির কর্তারা মেয়েটির মায়ের সঙ্গে কথা বলেন এবং বোঝান পুরো বিষয়টি। তারপর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে পরিবার। নাবালিকা অ্যাথলিটের মা বলেন, ‘এই মুহূর্তে ওকে আর বিয়ে দেব না। এখন ও নিজের খেলা চালিয়ে নিয়ে যাবে।’ শিশু সুরক্ষা কমিটির চেয়ারম্যান অসীম বসু বলেন, ‘অনেক বোঝানোর পরে তার মাকে আমরা রাজি করাতে পেরেছি। তিনি কথা দিয়েছেন এখন বিয়ে দেবেন না। পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। আমরা চেষ্টা করছি কিছু আর্থিক সাহায্যের ব্যবস্থা করার। প্রতি মাসে ৪ হাজার টাকা নাবালিকা এবং তার ভাইয়ের জন্য অনুদানের ব্যবস্থা করছি। ১৮ বছর বয়স বা সর্বোচ্চ ৩ বছর তারা সেই অনুদান পাবে।’ পরিবার বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসায় খুশি নাবালিকা সহ তার প্রশিক্ষক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।