বাংলা নিউজ > ময়দান > AFC Cup-ওরা এক গোল দিলে আমরা দুটি দেব, কঠিন লড়াইয়ের আগে হুঙ্কার ATKMB কোচের

AFC Cup-ওরা এক গোল দিলে আমরা দুটি দেব, কঠিন লড়াইয়ের আগে হুঙ্কার ATKMB কোচের

জুয়ান ফেরান্দো।

এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে কুয়ালালামপুর এফসির বিরুদ্ধে নামবে এটিকে মোহনবাগান

ডুরান্ড কাপ থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে জুয়ান ফেরান্দোর এটিকে মোহনবাগান। রাজস্থান ,ইন্ডিয়ান নেভিকে হারানোর পরেই শতাব্দী প্রাচীন টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়। ফলে স্প্যানিশ কোচের কাছে এখন লক্ষ্য আসন্ন এএফসি কাপ।

উল্লেখ্য আসন্ন এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে কুয়ালালামপুর এফসির বিরুদ্ধে নামবে এটিকে মোহনবাগান। সেই ম্যাচেই গোল খাওয়ার ভয় না খেয়ে আক্রমণাত্মক ফুটবল খেলার প্রতিশ্রুতি দিলেন জুয়ান ফেরান্দো।

প্রসঙ্গত এর আগের‌ বছরও  এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে খেলেছিল এটিকে মোহনবাগান। গত বছর এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনালে উজবেকিস্তানের এফসি নাসাফের কাছে হেরেছিল এটিকে মোহনবাগান। এই বছর অবশ্য নিজেদের ঘরের মাঠেই মালয়েশিয়ার কুয়ালালামপুর সিটি এফসি দলের বিরুদ্ধে খেলবেন ফেরান্দোরা। তবে বোজান হোডাকের দলের বিরুদ্ধে ম্যাচটা যে সহজ হবে না তা বিলক্ষণ জানেন জুয়ান ফেরান্দো।

আর এএফসি কাপের ম্যাচে আক্রমণাত্মক খেলাই লক্ষ্য ফেরান্দোর। কারণ নক আউটের পর্বের ম্যাচে নির্ধারিত সময় ম্যাচ ড্র থাকলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে।মোহনবাগান কোচ ফেরান্দো কুয়ালালামপুরকে হারানোর অঙ্ক ইতিমধ্যেই কষে ফেলেছেন। ইন্টার জোনাল সেমিফাইনালে নামার আগে ফেরান্দো জানিয়েছেন, ‘আমার লক্ষ্য হল আক্রমণাত্মক ফুটবল খেলা। ওরা ১ গোল দিলে আমরা ২ গোল দেব। এটাই আমাদের দলের লক্ষ্য। এটাই আমাদের দলের মানসিকতা। অধিকাংশ সময় বিপক্ষের জোনে ফুটবল খেলাটাই আমাদের আসল উদ্দেশ্য।’

বন্ধ করুন