আইসিসির পূর্ণ সদস্য দেশের মর্যাদা পাওয়ার পরে আফগানিস্তানকে সব থেকে বড় ধাক্কা খেতে হয় আমিরশাহির বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে। সহযোগী দেশের কাছে হার মানতে হয় রশিদ খানদের। শেষমেশ তৃতীয় তথা নির্ণায়ক টি-২০ ম্যাচ জিতে সিরিজের দখল নেয় আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরশাহিকে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে ৫ বল বাকি থাকতে ৬ উইকেটে হারিয়ে দেয় আফগানিস্তান।
আবু ধাবিতে টস জিতে আমিরশাহিকে শুরুতে ব্যাট করতে পাঠায় আফগানিস্তান। আমিরশাহি নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৩ রান তোলে। হাফ-সেঞ্চুরি করেন দুই ওপেনার মহম্মদ ওয়াসিম ও ভৃত্য অরবিন্দ। বাকিরা কেউ দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
ওয়াসিম প্রথম ম্যাচে ৩৩ ও দ্বিতীয় ম্যাচে ৯১ রান করার পরে তৃতীয় ম্যাচে ৭৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন। ৫০ বলের ইনিংসে তিনি ৮টি চার ও ৩টি ছক্কা মারেন। অরবিন্দ ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৩ বলে ৫৯ রান করেন। রশিদ খান ৪ ওভারে মাত্র ১৬ রান খরচ করে ২টি উইকেট নেন। ১৩ রানে ২টি উইকেট নিয়েছেন গুলবদিন নায়েব।
আরও পড়ুন:- IND vs AUS: বর্ডার-গাভাসকর ট্রফির মাঝেই ব্যক্তিগত কারণে দেশে ফিরছেন কামিন্স!
জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান ১৯.১ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৬৬ রান তুলে ম্যাচ জিতে যায়। ২২ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচের সেরা হন করিম জানাত। তিনি ২১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। করিম নিজের ধ্বংসাত্মক ইনিংসে ৪টি চার ও ৫টি ছক্কা মারেন।
এছাড়া ৫১ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন ইব্রাহিম জাদরান। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ২০ রান করেন রহমানউল্লাহ গুরবাজ। ২৮ রানে ২টি উইকেট নেন আমিরশাহির জাহুর খান।
আফগানিস্তান বনাম আমিরশাহি তিন ম্যাচে টি-২০ সিরিজের ফলাফল:-
১. প্রথম ম্যাচে ৫ উইকেটে জয় তুলে নেয় আফগানিস্তান।
২. দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে জয় তুলে নেয় আমিরশাহি।
৩. তৃতীয় ম্যাচে ৬ উইকেটে জয় তুলে নেয় আফগানিস্তান।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।