বাংলা নিউজ > ময়দান > ICC World Cup 2023: বিশ্বকাপের টিকিট হাতে পেল আফগানিস্তান, অথৈ জলে শ্রীলঙ্কা

ICC World Cup 2023: বিশ্বকাপের টিকিট হাতে পেল আফগানিস্তান, অথৈ জলে শ্রীলঙ্কা

সরাসরি ওয়ান ডে বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেলেন রশিদরা। ছবি- এপি (AP)

Sri Lanka vs Afghanistan ODIs: সাত নম্বর দল হিসেবে ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ান ডে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল আফগানিস্তান। সরাসরি মূলপর্বে মাঠে নামবে তারা।

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ মাঝপথেই ভেস্তে যাওয়ায় সরাসরি ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করল আফগানিস্তান। বৃষ্টিতে ম্যাচ শেষ না হওয়ায় শ্রীলঙ্কার সঙ্গে পয়েন্ট ভাগ করে নেয় আফগানিস্তান। সুপার লিগের মূল্যবান ৫ পয়েন্টই আফগানদের লিগ টেবিলের সাত নম্বরে থাকা নিশ্চিত করে। লিগ টেবিলে আফগানিস্তানের পিছনে থাকা দলগুলির পক্ষে আর তাদের ছুঁয়ে ফেলা সম্ভব হবে না। সুতরাং, সাত নম্বর দল হিসেবে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ান ডে বিশ্বকাপের টিকিট হাতে পেয়ে যায় আফগানিস্তান।

পয়েন্ট ভাগাভাগি হওয়ায় শ্রীলঙ্কা অবশ্য প্রবল চাপে পড়ে যায়। সুপার লিগে তাদের হাতে রয়েছে মাত্র ৪টি ম্যাচ। লিগ টেবিলের আট নম্বরে থাকতে তাদের লড়াই ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে। পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে, তাতে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কোনও একটি দল সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে। বাকিদের কোয়ালিফায়ারের বাধা টপকে বিশ্বকাপের টিকিট অর্জন করে নিতে হবে।

আরও পড়ুন:- Vijay Hazare Trophy: পৃথ্বীর সর্বকালীন রেকর্ড ভাঙতে জগদীশানের দরকার মাত্র ৬ রান

আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিল:-
১. ভারত: ২০ ম্যাচে ১৩৪ পয়েন্ট (Q)
২. ইংল্যান্ড: ১৮ ম্যাচে ১২৫ পয়েন্ট (Q)
৩. নিউজিল্যান্ড: ১৭ ম্যাচে ১২৫ পয়েন্ট (Q)
৪. অস্ট্রেলিয়া: ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট (Q)
৫. বাংলাদেশ: ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট (Q)
৬. পাকিস্তান: ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট (Q)
৭. আফগানিস্তান: ১৪ ম্যাচে ১১৫ পয়েন্ট (Q)
৮. ওয়েস্ট ইন্ডিজ: ২৪ ম্যাচে ৮৮ পয়েন্ট
৯. আয়ারল্যান্ড: ২১ ম্যাচে ৬৮ পয়েন্ট
১০. শ্রীলঙ্কা: ২০ ম্যাচে ৬৭ পয়েন্ট
১১. দক্ষিণ আফ্রিকা: ১৬ ম্যাচে ৫৯ পয়েন্ট
১২. জিম্বাবোয়ে: ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট
১৩. নেদারল্যান্ডস: ১৯ ম্যাচে ২৫ পয়েন্ট

কারা সরাসরি বিশ্বকাপ খেলবে:-
সুপার লিগ টেবিলের প্রথম ৭টি দল সরাসরি ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপ খেলার ছাড়পত্র পাবে। যেহেতু আয়োজক হিসেবে ভারতকে যোগ্যতা অর্জন করতে হবে না, তাই প্রথম ৭টি দলের মধ্যে টিম ইন্ডিয়া রয়েছে বলেই আট নম্বর দল সরাসরি বিশ্বকাপের টিকিট হাতে পাবে। অর্থাৎ, সুপার লিগ টেবিলের ৮টি দল সরাসরি বিশ্বকাপ খেলার ছাড়পত্র পাবে।

আরও পড়ুন:- 'ক্রিকেটারদের দোষ দিন, IPL-কে কেন?' ইন্ডিয়ান প্রিমিয়র লিগের দিকে আঙুল তোলা সমালোচকদের এক হাত নিলেন গম্ভীর

কাদের কোয়ালিফায়ার খেলতে হবে:-
১০ দলের টুর্নামেন্টে বাকি ২টি জায়গার জন্য সুপার লিগ টেবিলের ৯ থেকে ১৩ নম্বরে থাকা দলগুলিকে কোয়ালিফায়ার টুর্নামেন্টে মাঠে নামতে হবে দাবিদার সহযোগী দেশগুলির বিরুদ্ধে।

কারা ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে:-
আয়োজক দেশ হিসেবে ভারত সরাসরি বিশ্বকাপ খেলবে। এছাড়া সুপার লিগ টেবিলের প্রথম সাতে থাকা ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান ইতিমধ্যেই ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করেছে।

ক'টি জায়গা অবশিষ্ট রয়েছে:-
আর মাত্র ১টি দল সরাসরি ওয়ান ডে বিশ্বকাপের টিকিট হাতে পাবে। ওয়েস্ট ইন্ডিজ ৮ নম্বরে থাকলেও তাদের আর কোনও ম্যাচ বাকি নেই। শ্রীলঙ্কা আফগানিস্তানের বিরুদ্ধে ১টি ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩টি ম্যাচ খেলবে। সুতরাং, তাদের চার ম্যাচ থেকে সর্বোচ্চ ৪০ পয়েন্ট সংগ্রহ করার সুযোগ রয়েছে। আপাতত ৬৭ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে থাকা শ্রীলঙ্কা তাদের শেষ ৪টি ম্যাচ জিতলে পৌঁছে যাবে ১০৭ পয়েন্টে। সেক্ষেত্রে তারা আট নম্বর দল হিসেবে বিশ্বকাপের টিকিট হাতে পেয়ে যেতে পারে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার ইংল্যান্ডের বিরুদ্ধে ৩টি ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২টি ম্যাচ বাকি রয়েছে। সুতরাং, তারা ৫ ম্যাচ থেকে সর্বোচ্চ ৫০ পয়েন্ট সংগ্রহ করতে পারে। অর্থাৎ, এখন ৫৯ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকা সব ম্যাচ জিতলে ১০৯ পয়েন্টে পৌঁছে যাবে। তাহলে আট নম্বর দল হিসেবে সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে তারাই।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘বলেছিলাম তোমাদের ক্ষমতা হবে না,কথা শোনেনি স্কাই স্পোর্টস’,পরে কি হল? বললেন বিরু নরেন্দ্র মোদীর মন্তব্যের প্রতিবাদ করার ‘শাস্তি’, সংখ্যালঘু নেতাকে বহিষ্কার BJP-র 'আমরা কোথাও যাচ্ছি না'- বাইডেনকে চ্যালেঞ্জ ছুঁড়ে আমেরিকায় টিকটক টেকানোর বার্তা শেষ মুহূর্তে ফোন করেছিলেন ঋষি! ফোন তুলতে পারেননি, সেই আক্ষেপ আজও রয়েছে ঋদ্ধিমার Sri Lanka Women বনাম Thailand Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? সন্তান কোলে অরিজিৎকে বিয়ে কোয়েলের; রূপরেখা নন, কে ছিলেন গায়কের প্রথম স্ত্রী? কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' ’‌অযোগ্যদের তালিকা আদালতকে দেওয়া হয়েছিল’‌, অভিযোগ খণ্ডন করলেন সিদ্ধার্থ DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা 'সীমান্ত আলাদা, হৃদয় নয়' - ১৯ বছরের পাকিস্তানের তরুণীর বুকে ভারতীয় হৃৎপিণ্ড!

Latest IPL News

‘বলেছিলাম তোমাদের ক্ষমতা হবে না,কথা শোনেনি স্কাই স্পোর্টস’,পরে কি হল? বললেন বিরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.