জিম্বাবোয়েকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করে আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে আফগানিস্তান। তারা পিছনে ফেলে দেয় ইংল্যান্ডকে। জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে আফগানিস্তান পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছিল। সেখান থেকে তারা ভারতকেও টপকে যায়।
অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে পরাজিত করে পাকিস্তান লিগ টেবিলে বড়সড় লাফ দেয়। তারা ১০ নম্বর থেকে একলাফে সাতে উঠে আসে। সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান জয় তুলে নিলে ভারতকে পিছনে ফেলে দেবেন বাবর আজমরা।
আপাতত লিগ টেবিলের এক নম্বরে রয়েছে বাংলাদেশ। তবে আফগানিস্তান যে গতিতে এগচ্ছে, তাতে শাকিব আল হাসানদের এক নম্বরের মুকুট কতদিন স্থায়ী হবে, সেবিষয়ে ঘোর সংশয় দেখা দিয়েছে।
আরও পড়ুন:- PAK vs WI: সাঙ্গাকারার শতরানের রেকর্ড হাতছাড়া হলেও, আরেক বিশ্বরেকর্ড গড়লেন বাবর আজম
আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিল:-
১. বাংলাদেশ: ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট।
২. আফগানিস্তান: ১২ ম্যাচে ১০০ পয়েন্ট।
৩. ইংল্যান্ড: ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট।
৪. ওয়েস্ট ইন্ডিজ: ১৯ ম্যাচে ৮০ পয়েন্ট।
৫. ভারত: ১২ ম্যাচে ৭৯ পয়েন্ট।
৬. অস্ট্রেলিয়া: ১২ ম্যাচে ৭০ পয়েন্ট।
৭. পাকিস্তান: ১৩ ম্যাচে ৭০ পয়েন্ট।
৮. আয়ারল্যান্ড: ১৮ ম্যাচে ৬৮ পয়েন্ট।
৯. শ্রীলঙ্কা: ১৮ ম্যাচে ৬২ পয়েন্ট।
১০. নিউজিল্যান্ড: ৬ ম্যাচে ৬০ পয়েন্ট।
১১. দক্ষিণ আফ্রিকা: ১৩ ম্যাচে ৪৯ পয়েন্ট।
১২. জিম্বাবোয়ে: ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট।
১৩. নেদারল্যান্ডস: ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।