একের পর এক দুর্বল দলের বিরুদ্ধে পাকিস্তানের সিরিজ জেতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাই এই নিয়ে বিরক্ত হয়ে উঠেছেন। রামিজ রাজার মতো প্রাক্তন পাক অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এমন ছোট ছোট সিরিজ জেতার মধ্যে বাহাদুরি কিছু নেই। বরং বাবর আজমরা ক্রমাগত এমন একপেশে সিরিজ খেলতে থাকলে ক্রিকেটপ্রেমীরা মুখ ফিরিয়ে নেবেন খেলা থেকে।
যদিও এমন সমালোচনা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কানে গিয়েছে কিনা সন্দেহ। কেননা, চলতি বছরেই আরও একটা দুর্বল দলের বিরুদ্ধে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে চলেছেন বাবররা।
আগামী সেপ্টেম্বরে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে পাকিস্তান। উভয় দেশের ক্রিকেট বোর্ড এই নিয়ে আলোচনা চূড়ান্ত করলেও এখনও সরকারিভাবে সিরিজের সূচি ঘোষণা করা হয়নি। আসলে আমিরশাহিতে সিরিজ অনুষ্ঠিত হবে বলে স্থির হলেও এখনও মাঠ নির্ধারণ করা হয়নি।
আফগানিস্তান ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে আইসিসি ও এসিসি ইভেন্টে মাঠে নামলেও সিনিয়র পর্যায়ে দ্বি-পাক্ষিক সিরিজ খেলেনি।
আফগান বোর্ডের এক সিনিয়র কর্তা সিরিজ প্রসঙ্গে জানিয়েছেন, ‘আমিরশাহিতে খেলা হবে সিরিজ। তবে আমরা এখনও মাঠ নির্ধারণ করতে পারিনি। শারজা, আবু ধাবি নাকি দুবাইয়ে আয়োজিত হবে ম্যাচগুলি, তা নিয়ে আলোচনা চলছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।