আফগানিস্তানের এই মাসে জিম্বাবোয়ে সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু জিম্বাবোয়ের বিরুদ্ধে আফগানিস্তানের সীমিত ওভারের সিরিজটি স্থগিত করা হয়েছে। কারণ আয়োজক বোর্ড ডিআরএস-এর জন্য প্রয়োজনীয় সম্প্রচার পরিষেবার ব্যবস্থা করতে পারেনি। কারণ জিম্বাবোয়েতে করোনা সংক্রমণ মারাত্মক হারে বেড়েছে। যে কারণে এই সিরিজ পিছিয়ে গিয়েছে। তবে হাত গুটিয়ে বসে নেই আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তারা সীমিত ওভারের সিরিজ খেলতেই বাংলাদেশ সফরের ব্যবস্থা করে ফেলেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, আফগানিস্তান এই মাসেই তিনটি একদিনের ম্যাচ এবং দু'টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফর করবে।
তবে এই সিরিজটি মূলত ডিসেম্বরে হওয়ার কথা ছিল। কিন্তু জিম্বাবোয়েতে ওমিক্রন করোনভাইরাস মারাত্মক হারে ছড়িয়ে পড়ার পরে স্থগিত হয়ে যায় সেই সফর। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, আফগান দল ২ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছাবে। এবং চট্টগ্রামে যাওয়ার আগে সিলেটে তারা অনুশীলন করবে। ২৩ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। আর ঢাকার শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ৩ এবং ৫ মার্চ দু'টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।