বাংলা নিউজ > ময়দান > পিছিয়ে গিয়েছে জিম্বাবোয়ে সিরিজ, তাই সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ যাচ্ছে আফগানিস্তান

পিছিয়ে গিয়েছে জিম্বাবোয়ে সিরিজ, তাই সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ যাচ্ছে আফগানিস্তান

আফগানিস্তান টিম।

২৩ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। আর ঢাকার শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ৩ এবং ৫ মার্চ দু'টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আফগানিস্তানের এই মাসে জিম্বাবোয়ে সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু জিম্বাবোয়ের বিরুদ্ধে আফগানিস্তানের সীমিত ওভারের সিরিজটি স্থগিত করা হয়েছে। কারণ আয়োজক বোর্ড ডিআরএস-এর জন্য প্রয়োজনীয় সম্প্রচার পরিষেবার ব্যবস্থা করতে পারেনি। কারণ জিম্বাবোয়েতে করোনা সংক্রমণ মারাত্মক হারে বেড়েছে। যে কারণে এই সিরিজ পিছিয়ে গিয়েছে। তবে হাত গুটিয়ে বসে নেই আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তারা সীমিত ওভারের সিরিজ খেলতেই বাংলাদেশ সফরের ব্যবস্থা করে ফেলেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, আফগানিস্তান এই মাসেই তিনটি একদিনের ম্যাচ এবং দু'টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফর করবে।

তবে এই সিরিজটি মূলত ডিসেম্বরে হওয়ার কথা ছিল। কিন্তু জিম্বাবোয়েতে ওমিক্রন করোনভাইরাস মারাত্মক হারে ছড়িয়ে পড়ার পরে স্থগিত হয়ে যায় সেই সফর। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, আফগান দল ২ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছাবে। এবং চট্টগ্রামে যাওয়ার আগে সিলেটে তারা অনুশীলন করবে। ২৩ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। আর ঢাকার শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ৩ এবং ৫ মার্চ দু'টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বক্স অফিসেও 'কালা জাদু' করেছে শয়তান, তাঁকে আটকানো দায়! ২১ দিনের মাথায় ছবির আয় কত বাইডেন-ট্রাম্পের মামলায় নজর দিন, কেজরিকাণ্ডে নাক গলানো আমেরিকাকে 'পাঠ' বিজেপির 'বিষ দেওয়া হয়েছে', মুখতার আনসারির মৃত্যু নিয়ে বিস্ফোরক ছেলে, জরুরি বৈঠকে যোগী নরকিয়ার গতিকে তাচ্ছিল্য করে একই ওভারে অবলীলায় ২টি ছক্কা হাঁকালেন অশ্বিন-ভিডিয়ো ঝড়গ্রামের মেয়ে, স্কুলে পড়াকালীন অডিশন দেন, কীভাবে পড়শোনা করেন আরাত্রিকা? জেলে হার্ট অ্যাটাক ৫ বারের বিধায়কের, মৃত্যু পূর্ব UP-র 'ত্রাস' মুখতার আনসারির 'তিনদিন বিছানা ছেড়ে উঠতেই পারিনি', RR-কে জিতিয়ে চমকে দেওয়া স্বীকারোক্তি রিয়ানের ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল ধোনি ভালো ক্যাচ ধরেছে,তবে রাহানে আরও বেশি ফিট-বুড়োদের পারফরম্যান্সে মজেছেন বীরু সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.