বাংলা নিউজ > ময়দান > তালিবান শাসনের জের, টোকিও গিয়ে ইতিহাস গড়া হল না মহিলা আফগান প্যারালিম্পিয়ানের

তালিবান শাসনের জের, টোকিও গিয়ে ইতিহাস গড়া হল না মহিলা আফগান প্যারালিম্পিয়ানের

জাকিয়া খুদাদাদি এবং হোসেন রাসৌলি।

টোকিও প্যারালিম্পিক্সে দেশের হয়ে তাইকোন্ডোতে অংশ নিতে চলেছিলেন জাকিয়া। তবে আন্তর্জাতিক বিমান বন্ধ থাকার কারণে প্যারালিম্পিক্সে যাওয়াটার আশাটাই কার্যত শেষ হয়ে গিয়েছে জাকিয়ার।

চোখে অনেক স্বপ্ন ছিল। ইতিহাস গড়ার স্বপ্ন। আশায় বুকে বেধেছিলেন আফগানিস্তানের প্রথম মহিলা প্যারালিম্পিয়ান জাকিয়া খুদাদাদি। কিছুদিন আগেই জাকিয়া উৎফুল্ল হয়ে দাবি করেছিলেন, তিনি রোমাঞ্চিত। কিন্তু তাঁর সেই রোমাঞ্চ হঠাৎ করেই যেন উধাও হয়ে গেল। হঠাৎ করেই অন্ধকার ঘনিয়ে এসেছে জাকিয়ার জীবনে। একেবারে মুষড়ে পড়েছেন তিনি। কারণ তাঁর আর টোকিও-তে যাওয়াটাই হচ্ছে না।

অশান্তির চোরাস্ত্রোত বয়ে চলেছে আফগানিস্তানে। দেশের গণতান্ত্রিক সরকারকে জোর করে সরিয়ে ক্ষমতা দখল করেছে তালিবান। অনিশ্চয়তার মুখে আফগানদের ভবিষ্যৎ! প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালাচ্ছেন দেশের নাগরিকেরা।

আর এই পরিস্থিতিতে এক মহিলা অ্যাথলিটের স্বপ্নভঙ্গ হতে চলেছে। টোকিও প্যারালিম্পিক্সে দেশের হয়ে তাইকোন্ডোতে অংশ নিতে চলেছিলেন জাকিয়া। তবে আন্তর্জাতিক বিমান বন্ধ থাকার কারণে প্যারালিম্পিক্সে যাওয়াটার আশাটাই কার্যত শেষ হয়ে গিয়েছে জাকিয়ার।

জাকিয়া ছাড়়াও টোকিও প্যারালিম্পিক্সে ডিসকাস থ্রো-তে অংশ নেওয়ার কথা ছিল হোসেন রাসৌলির। তাঁরও অবস্থা সমান। তালিবানরা দেশের ক্ষমতা নেওয়ার পরে বন্ধ হয়ে গিয়েছে আন্তর্জাতিক বিমান চলাচল। ভারত, আমেরিকার মত কিছু দেশ অবশ্য আফগানিস্তানে নিজেদের দেশের নাগরিকেরা যাঁরা রয়েছেন, তাঁদের ফিরিয়ে আনার জন্য বিমান চালাচ্ছে। কিন্তু আফগানদের দেশ ছাড়ার কোনও উপায় নেই। আফগান শেফ দ্য মিশন আরিয়ান সিদ্দিকি বলেছেন, ‘এই সময় কাবুল থেকে বের হওয়াটাই অসম্ভব বিষয়।’

পাশাপাশি জাকিয়ার উল্লেখ করে সিদ্দিকি বলেছেন, ‘টোকিও-তে প্যারালিম্পিক্সে অংশ নেওয়া নিয়ে ও খুব উচ্ছ্বসিত ছিল। এর জন্য কঠোর পরিশ্রমও করেছিল। যখনই সময় পেত অনুশীলনে নেমে পড়ত। পার্কে, বাগানে যেখানে পারত অনুশীলন করত। নতুন ইতিহাস লিখতে পারত ও। কিন্তু কিছুই হল না। ও যদি যেতে পারত, তবে ওকে রোল মডেল করে দেশের বাকি মেয়েরাও এগিয়ে আসতে পারত।’

বন্ধ করুন