বাংলা নিউজ > ময়দান > PSL এ দল বদলালেন আফ্রিদি! গ্ল্যাডিয়েটর্সের হয়ে বিদায়ী টুর্নামেন্ট খেলবেন

PSL এ দল বদলালেন আফ্রিদি! গ্ল্যাডিয়েটর্সের হয়ে বিদায়ী টুর্নামেন্ট খেলবেন

PSL এ দল বদলালেন আফ্রিদি 

নিজের বিদায়ী মরশুমে পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রতিনিধিত্ব করবেন শাহিদ আফ্রিদি। নিজের শেষ মরশুমে ট্রফি জিততে চান আফ্রিদি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন কয়েকবছর আগেই। তবে এখনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ মাতাচ্ছেন শাহিদ আফ্রিদি। তবে PSL এ এটাই তার শেষ মরশুম। আসন্ন পাকিস্তান সুপার লিগই আফ্রিদির ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট হতে চলেছে। এবার পিএসএলে মুলতানস সুলতান থেকে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে যোগ দিয়েছেন আফ্রিদি। দলটিতে নাম লিখিয়েই আফ্রিদি জানালেন, তিনি ট্রফি জিততে চান। গত বছর মুলতান সুলতানের হয়ে পিএসএল মাতান শহিদ আফ্রিদি। তিনি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাঠে নামার ইচ্ছা প্রকাশ করেন এবং তাই হল। নিজের বিদায়ী মরশুমে পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রতিনিধিত্ব করবেন শাহিদ আফ্রিদি। নিজের শেষ মরশুমে ট্রফি জিততে চান আফ্রিদি।

পিএসএলের আসন্ন আসরের প্লেয়ার্স ড্রাফট আগামী ১২ই ডিসেম্বর লাহোরের হাই পারফরম্যান্স সেন্টারে অনুষ্ঠিত হবে। এর আগে প্রতিটি দলই সর্বোচ্চ আটজন খেলোয়াড় ধরে রাখতে পারবে। পিএসএলের নতুন আসর শুরু হবে আগামী বছরের ২৭ জানুয়ারি। অন্য সময়ের এক মাস আগে শুরু হচ্ছে এবারের আসর, কারণ মার্চ-এপ্রিলে অস্ট্রেলিয়াকে স্বাগত জানাবে পাকিস্তান। ২৭ ফেব্রুয়ারি পিএসএলের ফাইনাল। প্রথম ১৫ ম্যাচ হবে করাচির জাতীয় স্টেডিয়ামে। ফাইনালসহ বাকি ম্যাচগুলো হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

অনেক আগে থেকেই কোয়েটা গ্ল্যাডিয়েটর্স দল গোছানো শুরু করে দিয়েছে। পাকিস্তান সুপার লিগের সপ্তম আসরে ডায়ামন্ড ক্যাটাগরিতে তাকে নিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। নতুন দলে যোগ দিয়ে উচ্ছ্বসিত আফ্রিদি, ‘আমি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে যোগ দিতে পেরে আনন্দিত, এমন একটি দল যারা ২০১৯ সালে শিরোপা জেতা সত্ত্বেও শেষ কয়েকটি আসরে উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। এটিই আমার শেষ পিএসএল আসর। আমার স্বপ্ন ২০১৭ সালে পেশোয়ার জালমির হয়ে যেমনটা করেছিলাম, সেই শিরোপা জয় দিয়েই বিদায় নিতে পারব।’

বন্ধ করুন