২০২৪ সালের শেষ দিনে ৩৩তম বারের জন্য সন্তোষ ট্রফি জিতল বাংলা। এর আগে ২০২১-২২ মরশুমেও ফাইনালে উঠেছিল বাংলা ফুটবল টিম। কিন্তু ফাইনালে টাইব্রেকারে কেরলের কাছে হেরেছিল বাংলা। এ বার সেই কেরলকে হারিয়েই ভারতসেরা হল বাংলা। ম্যাচের অন্তিম লগ্নে গোল করে বাংলা দলকে জেতালেন রবি হাঁসদা। এই প্রতিযোগিতায় এবার এটি রবি হাঁসদার দ্বাদশ গোল। সংযুক্তি সময় এসে যখন সকলেই ধরে নিয়েছিল ম্যাচ ৯০ মিনিটে শেষ হবে না, তখনই ঘটে ক্লাইম্যাক্স। সঞ্জয় সেনের দলের হয়ে জয়সূচক গোলটি করেন রবি হাঁসদা।
বর্ষবরণের আগেই বাংলা ফুটবলের এই সাফল্য রাজ্যের উচ্ছ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে। রেকর্ড ৩৩ বার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা টিম। স্বাভাবিক ভাবেই শুভেচ্ছার বন্যায় ভাসছে চ্যাম্পিয়ন বাংলা টিম। রাজ্যের মুখ্যমন্ত্রী সঞ্জয় সেনের ছেলেদের শুভেচ্ছা জানিয়েছিলেন।
আরও পড়ুন… ঋষভ পন্তের বিরুদ্ধে ট্র্যাভিস হেডকে আনার পিছনে আসল মাথা কার? কী বললেন প্যাট কামিন্স?
ফাইনালের আগে মুখ্যমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী বাংলা দলকে আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন। চ্যাম্পিয়ন হওয়ার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় দলের জন্য শুভেচ্ছা বার্তা জানান। তিনি লিখেছেন, ‘দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান। ২০২৫ সালে সূচনা হচ্ছে বাংলার সন্তোষ ট্রফি পুনরুদ্ধার দিয়ে। রেকর্ড ৩৩ বার চ্যাম্পিয়ন। ভারতীয় ফুটবলে বরাবরই গুরুত্বপূর্ণ অবদান রাখে বাংলা। আগামী দিনেও আরও সুন্দর মুহূর্ত আসবে।’
রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তাঁর শুভেচ্ছাবার্তায় বলেন, ‘এই নিয়ে ৩৩ বার ভারত সেরা হল বাংলা। সঞ্জয় সেনের অসামান্য কোচিং এবং চাকু মান্ডির অধিনায়কত্বে বাংলার ফুটবলারদের অনবদ্য পারফরম্যান্সের ফলেই এই জয়। বাংলাকে আবার ভারত সেরা করার জন্য বাংলা দলের কোচ, ফুটবলার ও কর্মকর্তাদের জানাই শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। জয় বাংলা।’
আরও পড়ুন… ১১ জানুয়ারি যুবভারতীতে ডার্বি করা যাবে না- ক্রীড়ামন্ত্রী জানালেন নিরাপত্তা দেওয়া যাবে না
সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডলে বাংলা দলকে দীর্ঘ শুভেচ্ছা বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের ডায়মন্ড হারবার এফসির দলে ৬ ফুটবলার বাংলা দলে রয়েছেন। নরহরি শ্রেষ্ঠা, রবিলাল মান্ডি, অয়ন মণ্ডল, সুপ্রিয় পণ্ডিত, বিশাল দাস ও সুপ্রদীপ হাজরা এরা প্রত্যেকেই সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের সদস্য।
অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ‘আমার সব সময়ই লক্ষ্য থাকে আমাদের ফুটবলারদের মঞ্চ তৈরি করে দিতে যাতে তাঁরা নিজেদের দক্ষতা মেলে ধরতে পারেন, জাতীয় স্তরে উজ্জ্বল হয়ে উঠতে পারেন। রাজ্যকে এভাবে সাফল্যের শিরোপা এনে দিতে পারাটা খুবই তৃপ্তির। কোচ সঞ্জয় সেন, ম্যানেজমেন্ট, কোচিং ও ট্রেনিং স্টাফদের সকলকে অভিনন্দন জানিয়ে অভিষেক পোস্টের শেষে লিখেছেন, জয় বাংলা।’
আরও পড়ুন… এটা তো কুমিরের চামড়া: Paris Olympics 2024 মেডেলের মান নিয়ে ফরাসি সাঁতারুর প্রশ্ন
বর্ষবরণের রাতে বাংলা ফুটবলের এই সাফল্যে উচ্ছ্বসিত রাজ্যপাল সিভি আনন্দ বোসও। বাংলার সকলের কাছে এটিকে ইংরেজি নতুন বছরের উপহার বলেও বর্ণনা করেছেন রাজ্যপাল। বাংলার প্রাক্তন ফুটবলার থেকে শুরু করে বর্তমান। প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন এই বাংলা টিমকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।