সাপ লুডো খেলা চলছে প্রিমিয়র লিগে। মঙ্গলবার চেলসিকে হারিয়ে প্রিমিয়র লিগের শীর্ষে জায়গা করে নিয়েছিল আর্সেনাল। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শীর্ষ স্থান হারাল মিকেল আর্টেটার দল। বুধবার রাতে প্রিমিয়র লিগে ওয়েস্ট হ্যামের মুখোমুখি হয় ম্যাঞ্চেস্টার সিটি। আর সেই ম্যাচে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষকে নিয়ে কার্যত ছেলে খেলা করল পেপ গুয়ার্দিওয়ালার শিষ্যরা।
বিপক্ষ দলকে কোনও রকম সুযোগ দেয়নি ম্যান সিটির ফুটবলাররা। ৩-০ গোলে লেস্টার সিটিকে বধ করে পয়েন্ট টেবিলের ফের শীর্ষে জায়গা করে নিল ম্যান সিটি। আর এই ম্যাচে গোল করে রেকর্ড গড়লেন ম্যান সিটির ফুটবলার আর্লিং হালান্ড। প্রিমিয়র লিগে এক মরশুমে সবচেয়ে বেশি গোল করার নজির গড়লেন তিনি। ১৯৯৩-৯৪ মরশুমে নিউ ক্যাসেল ইউনাইটেডের অ্যান্ডি কোল এবং ১৯৯৪-৯৫ মরশুমে ব্ল্যাকবার্ন রোভার্সের আলান শেরির ৩৪ এক মরশুমে ৩৪টি গোল করে যুগ্মভাবে এই রেকর্ড বহন করে যাচ্ছিলেন। এবার এই দুই প্রাক্তন ফুটবলারের রেকর্ড ভেঙে দিলেন ম্যান সিটির তরুণ।
এই ম্যাচে প্রথামার্ধে দুই দলই কোনও গোলের মুখ দেখতে পারেনি। বলা ভালো একে অপরকে শুধু বুঝেছে। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই নিজেদের দাপট দেখাতে থাকে ম্যান সিটি। একেবারে শুরুতেই অর্থাৎ ৪৯ মিনিটের মাথায় ম্য়াচের প্রথম গোলটি করেন নাথান একে। ১ গোলে এগিয়ে যাওয়ায় ফলে আত্মবিশ্বাস বেড়ে যায় ম্যান সিটির। যা গোটা ম্যাচে কাজে লাগিয়ে সহজেই জিতে নেয় তারা।
ওয়েস্ট হ্যামের ফুটবলারদের চাপে রাখলেও মাঝে মধ্যেই তারা গোলের দিকে বল নিয়ে এগিয়ে যেতে থাকে। কিন্তু সিটির ডিফেন্সের কাছে কিছুটা হলেও ব্যাকফুটে চলে যেতে হয় তাদের। একাধিক সুযোগ পেয়েও তারা কোনও গোল করতে পারেনি। তবে ৭০ মিনিটের মাথায় ওয়েস্ট হ্যামকে বোকা বানিয়ে গ্রেলিশের অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে দেন হালান্ড। এরপরই রেকর্ড গড়েন তিনি। প্রিমিয়র লিগের ইতিহাসে এক মরশুমে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়লেন আর্লিং।
২ গোলে এগিয়ে যাওয়ায় নিজেদের জয় কার্যত নিশ্চিত করে ফেলে ম্যান সিটি। কিন্তু সেখানেও থেমে থাকেনি তারা। পরিবর্ত হিসাবে খেলতে নামা ফিল ফোডেন ৮৫ মিনিটের মাথায় গোল করে দলকে তৃতীয় গোলের স্বাদ দেন। এরপর আর কোনও দলই গোল করতে পারেনি। ৩-০ গোলে ম্যাচ জিতে নেয় সিটি। আর এই ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে ৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে ফের শীর্ষে জায়গা করে নিল গুয়ার্দিওয়ালার দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।