বাংলা নিউজ > ময়দান > কপাল পুড়েছে CSK-র, এবার বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে পারেন ১৪ কোটি টাকার চাহার

কপাল পুড়েছে CSK-র, এবার বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে পারেন ১৪ কোটি টাকার চাহার

দীপক চাহার। (ছবি সৌজন্যে টুইটার)

রিপোর্ট অনুযায়ী, আইপিএল থেকে ছিটকে গিয়েছেন দীপক চাহার। তাঁকে ১৪ কোটি টাকা তাঁকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস (সিএসকে)।

এবারের আইপিএলে যে নামতে পারবেন না, তা মোটামুটি স্পষ্ট গিয়েছিল। এবার আরও বড় দুঃসংবাদ পেলেন দীপক চাহার। একাধিক প্রতিবেদন অনুযায়ী, পিঠের চোটের জন্য তাঁকে কমপক্ষে চার মাস বাইরে থাকতে হবে। সেক্ষেত্রে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপেও আদৌও খেলতে পারবেন কিনা, তা নিয়ে ঘোরতর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, স্ক্যানের রিপোর্টে জানা গিয়েছে যে পিঠের চোটের জন্য কমপক্ষে চার মাস মাঠে নামতে পারবেন না চাহার। অর্থাৎ আগামী অক্টোবর-নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও তাঁর থাকার সম্ভাবনা যথেষ্ট কম বলে মত সংশ্লিষ্ট মহলের। যদিও বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। কিছু জানানো হয়নি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) তরফেও।

আরও পড়ুন: IPL 2022: হ্যামস্ট্রিংয়ের চোট সারাতে গিয়ে পিঠে চোট, ১৪ কোটির বোলারকে পাবে CSK?

দীপক চাহারের চোট

গত ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে চোট পান চাহার। কলকাতায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট লাগে। তার জেরে ওভারের মাঝপথেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল। ছিটকে গিয়েছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকেও। চোট থেকে সেরে ওঠার জন্য এনসিএতে রিহ্যাব করছিলেন। তার জেরে আইপিএলের প্রথমদিকে তাঁকে পায়নি চেন্নাই সুপার কিংস (সিএসকে)। তবে পরবর্তীতে ১৪ কোটি টাকার বোলারকে পাওয়া যেতে পারে বলে আশায় ছিলেন মহেন্দ্র সিং ধোনিরা। কিন্তু গোদের উপর বিষফোঁড়ার মতো রিহ্যাবের সময় পিঠে চোট পান চাহার।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন