অস্ট্রেলিয়ার কাছে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে আটকে গিয়েছে ভারতীয় মহিলা দল। দ্বিতীয় ওয়ান ডেতে রুদ্ধশ্বাস জয়ের পরে তৃতীয় ম্যাচে ২১ রানে হারলেন স্মৃতি মন্ধনারা। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে ব্য়র্থ ভারত। হারের কারণ হিসাবে ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর জানান, স্ট্রাইক রেট সচল না থাকায় জিততে পারেননি তাঁরা।
ভারতের সামনে ১৭৩ রানের লক্ষ্যমাত্রা রেখেছিলেন অজি ব্যাটাররা। সেই রান তাড়া করতে নেমে মাত্র ১৫১ রানে আটকে যায় ভারত। ভারত অধিনায়ক বলেন, ‘আমরা ভেবেছিলাম এই লক্ষ্যমাত্রা পূরণ করা যাবে। কিন্তু ওপেনিং ব্যাটাররা অনেক বেশি ডট বল খেলায় ম্যাচ জেতা সম্ভব হয়নি। এতবেশি বল নষ্ট করলে কোনও দলই ম্যাচ জিততে পারবে না।’
হরমনপ্রীত আরও বলেন, ‘আমাদের অনেক ওভার গিয়েছে, যেগুলোতে ছয় রানের বেশি করতে পারিনি। যা আমাদের ম্যাচকে হাতের বাইরে করে দিয়েছে। পরে বাউন্ডারি মারার পরেও সেই রান পূর্ণ করা যায়নি। প্রচুর ডট বল খেলা হয়েছে। স্ট্রাইক রেট ঠিক রাখতে পারিনি আমরা। ফলে যা হওয়ার তাই হয়েছে। নিজেদের ব্যর্থতায় ম্যাচ হারতে হয়েছে। কোনও অযুহাত দিতে চাই না। পরের ম্যাচ ঘুরে দাঁড়াতেই হবে।’
পরের ম্যাচটি ভারতের জন্য ডু অর ডাই ম্যাচ হতে চলেছে। হারলেই সিরিজ হাতছাড়া হবে ভারতের। তবে দুই ভারতীয় ক্রিকেটার অঞ্জলি ও রেনুকা সিং নজর কেড়েছেন এই ম্যাচ। তাঁদের নিয়ে ভারতীয় অধিনায়ক বলেন, ‘অঞ্জলি এবং রেনুকা যেভাবে খেলছে ও দলের দায়িত্ব নিচ্ছে তা অসাধারণ। ওদের বোলিংয়ে আমরা মুগ্ধ। আগামীতে আরও ভালো পারফর্ম্যান্স দেখার অপেক্ষায় আছি।’
আরও পড়ুন:- LPL 2022: ফের চার উইকেট ব্রাথওয়েটের, চমকে দেওয়া বোলিং যুব বিশ্বকাপ খেলা তারকার
পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে যাবার পর অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি বলেন, ‘আমাদের টপ অর্ডার ব্যর্থ হলেও মিডিল অর্ডার সেই অভাব পূরণ করে দিয়েছে। যার ফলে আমরা ১৭০ এর বেশি রান করতে পেরেছি। হ্য়ারিস ও পেরি অসাধারণ খেলেছে। এই ব্যাটিং অর্ডারের জন্য সত্যিই আমি গর্বিত।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।