বাংলা নিউজ > ময়দান > PAK vs NZ: হারের পর শাদাবকে প্রকাশ্যে দোষারোপ, অধিনায়কোচিত আচরণ করলেন না বাবর

PAK vs NZ: হারের পর শাদাবকে প্রকাশ্যে দোষারোপ, অধিনায়কোচিত আচরণ করলেন না বাবর

বাবর আজম। ছবি- এএফপি 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ হারের পর প্রকাশ্যে শাদাব খানকে কাঠগড়ায় তুললেন পাক অধিনায়ক বাবর অজম। 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে ছিল পাকিস্তান। সিরিজের তৃতীয় ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। যদিও চতুর্থ ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। ফলে সিরিজ জিততে হলে এই পঞ্চম ম্যাচ জিততে হত পাকদের। কিন্তু সিরিজ জেতা আর হল না। নিউজিল্যান্ড জেতায় সিরিজ ড্র হয়ে যায় এই ম্যাচ। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে চার বল বাকি থাকতে প্রয়োজনীয় ১৯৪ রান তুলে নেয় নিউজিল্যান্ড। ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক বাবর আজম মেনে নেন শাদাব খান একটি গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলে দেওয়া ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়।

মার্ক চাপম্যান ১৪তম ওভারে শাহিন শাহ আফ্রিদির বলকে বড় ছয় মারার চেষ্টা করেন। কিন্তু তা আর হয়নি। বল শাদাবের কাছে পৌঁছে যায়। তিনি সহজ ক্যাচ ফেলে দেন। আর তাতেই ম্যাচ পুরোপুরি ঘুরে যায়। চাপম্যান তখন ৬৭ রানে ব্যাট করছিলেন। ক্যাচ ফেলে দেওয়ার পর জীবন ফিরে পেয়ে ৫৭ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলে যান।

ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে এসে পাকিস্তান অধিনায়ক বাবার আজম বলেন, 'ফেলে দেওয়া ক্যাচ আমাদের সমস্যায় ফেলে দেয়। ম্যাচের পরিস্থিতি বদলে যেতে পারত। কিন্তু চাপম্যান ম্যাচ হারিয়ে দিয়ে যায়। এটা বড় ভুল। শাদাব অতীতে অনেক ভালো পারফরম্যান্স করেছে। যদি একটি সিরিজে তাঁর পারফরম্যান্স ভালো না হয়, তাহলে তাতে বিশেষ কিছু পরিবর্তন হয় না। আমরা তাকে সমর্থন করছি। ও খুব তাড়াতাড়ি ভালো পারফর্ম করবে বলে আশা করছি।'

বাবর উইকেটরক্ষকব্যাটার মহম্মদ রিজওয়ানেরও পাশে দাঁড়িয়েছেন। পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার এই ম্যাচে ২ রানের জন্য নিজের সেঞ্চুরি ফসকান। সেই বিষয়ে বাবর তাঁর পাশে দাঁড়িয়ে বলেন, 'আমরা এই ম্যাচে যেভাবে শুরু করেছিলাম তাতে ১৮০, ১৯০ রান কোনও ব্যাপারই না। এখানকার পিচ ব্যাটিং সহায়ক। আমি মনে করি ২০০ রান এই পিচে করাই যায়। শেষ তিন ওভারে রিজওয়ান অনেক চেষ্টা করেছিল কিন্তু ব্যাটে বলে সংযোগ করতে পারেনি। আমি মনে করি ও অতীতে খুব ভালো করেছে। কিন্তু হ্যাঁ, আমরা বলতে পারি যে আমাদের ওই দুই ওভারে ভালো করা উচিত ছিল। কিন্তু এর মানে এই নয় যে আমরা শুধু তার জন্যই হেরেছি। এটা সবসময় ঘটে না।'

পাঁচটি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ড্র অবস্থায়ই শেষ হয়েছে। আগামী ২৭ এপ্রিল থেকে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান নিউজিল্যান্ডের একদিনের সিরিজ শুরু হবে।

বন্ধ করুন