বৃহস্পতিবার থেকে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচ। এই ম্যাচ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। ব্যাটিং সহায়ক পিচে প্রথমে ব্যাট করতে নেমে ৪৮০ রান তোলে অজিরা। এই রান তোলার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উসমান খোয়াজা এবং ক্যামেরন গ্রিন।
ভারতের বিরুদ্ধে বিরাট রান তুললেও প্রথম দিনের শুরুটা অস্ট্রেলিয়ার জন্য খুব একটা ভালো হয়নি। অস্ট্রেলিয়ার কয়েকজন ব্যাটার খুব দ্রুত ফিরে যান। তার মধ্যে রয়েছেন অধিনায়ক স্টিভ স্মিথ। সেই সময় থেকে প্রতিরোধ গড়ে তোলেন খোয়াজা এবং চোট সারিয়ে দলে ফেরা ক্যামেরন গ্রিন। ১৮০ রান করেন উসমান। ভারতের মাটিতে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড করেছেন তিনি।
অন্যদিকে পিছিয়ে থাকেননি গ্রিনও। তিনি ১৭০ বল খেলে করেন ১১৪ রান। তাঁর ঝুলিতে রয়েছে ১৮টি বাউন্ডারি। নিজের ক্রিকেট জীবনের প্রথম সেঞ্চুরি করেন তিনি। সেটাও আবার বিদেশের মাটিতে। ২৩ বছর বয়সী এই ক্রিকেটারের শতরান প্রশংসিত হচ্ছে সর্বত্র। প্রথম শতরান করার পর তিনি বলেন, ‘কখন এটা ঘটবে তা কেউ জানে না। আমি সত্যিই কৃতজ্ঞ। ক্রিজে থাকাকালীন উসমান আমাকে অনেক সাহায্য করেছে। উপমহাদেশের উইকেটে রান পাওয়া সত্যি বিশেষ ব্যাপার।’
তিনি আরও বলেন, ‘ড্রেসিংরুমে আমরা যে সব তথ্য পাচ্ছিলাম সেই অনুযায়ী এই উইকেটে এখনও পর্যন্ত বিশেষ কিছু স্পিন হয়নি। দ্বিতীয় নতুন বলে রান করার সুযোগ ছিল। আর আমরা তা করেছি। তবে এটাও বলতে হবে এটা সাজানোর বাগানের মতো ছিল না। যাই হোক এইটা খুব ভালো উইকেট।’
এই টেস্টে প্রায় দুই দিন ধরে ১৬৭ ওভার দুই বল খেলেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া অল আউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় দিনের শেষে ৩৬ রানে ব্যাট করছে ভারত। এখনও পর্যন্ত ১০ ওভার খেলতে পেরেছে রোহিত শর্মার দল। ১৭ রানে ক্রিজে রয়েছেন রোহিত। এবং ১৮ রানে অপরাজিত রয়েছেন শুভমন গিল।