চেন্নাই সুপার কিংস এবং মহেন্দ্র সিং ধোনি। এই দু'টি নাম দীর্ঘ ১৪ বছর ধরে সমার্থক শব্দ হয়ে উঠেছে। ১৬ বছরের আইপিএলের ইতিহাসে মাঝের দুই বছর চেন্নাই ম্যাচ ফিক্সিংয়ের জন্য সাসপেন্ড থাকায় অন্য দলে খেলতে হয় ধোনিকে। সেই সময়টুকু বাদ দিলে চেন্নাই ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলেছেন তিনি। অধিনায়কত্বের ব্যাটন সামলেছেন বুক ফুলিয়ে। গতবছর রবীন্দ্র জাদেজাকে অধিনায়কের ব্যাটন তুলে দেন ধোনি। কিন্তু চেন্নাই পরপর ম্যাচ হারতে থাকায় ফের অধিনায়কত্বের দায়িত্ব নিজের হাতে তুলে নেন মাহি। চেন্নাইয়ের আইপিএল ইতিহাসে মোট ১২ বার প্লেঅফে উঠেছে তারা। এই টুর্নামেন্টের অন্যতম সফল দল সিএসকে।
তবে এই বছর আইপিএল খেলে অবসর নিতে পারেন ধোনি। সেই জল্পনা এবং আলোচনা চলছে সব মহলে। এই বিষয়ে ধোনিও স্পষ্ট ভাবে কিছু বলছেন না। পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে তা এখনই বোঝা যাচ্ছে না। এবার অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার টম মুডি জানান ধোনির অবসর নিয়ে মুখ খুললেন। তিনি মনে করেন ধোনি যদি অবসর নেন তাহলে, চেন্নাইয়ে অবস্থার অনেক পরিবর্তন হবে।
আজ অর্থাৎ মঙ্গলবার চলতি আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। আর এই ম্যাচে মুখোমুখি হবে ধোনির নেতৃত্বাধীন চেন্নাই এবং গত বছরের চ্যাম্পিয়ন দল হার্দিক পান্ডিয়ার গুজরাট। গুরু-শিষ্যের এই লড়াইয়ে কে জিতবে তা সময় বলবে। কিন্তু এই বছরে আইপিএল খেলে যদি ধোনি অবসর নেন, তাহলে চেন্নাইয়ের অবস্থার অনেক পরিবর্তন হবে বলে মনে করেন টম মুডি। এই টুর্নামেন্টে অধিনায়কত্ব অনেক বড় প্রভাব ফেলে বলেও তিনি জানান।
সোমবার ইএসপিএন ক্রিকইনফোতে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'ধোনির অবসরের পর চেন্নাই সুপার কিংসের জন্য মাঠে একটা নাটকীয় পরিবর্তন ঘটবে। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ধোনি চেন্নাইয়ের সঙ্গে কোনও না কোনও ভাবে যুক্ত থাকবে। তা সে মেন্টর হতে পারে বা কোচ হিসাবেও হতে পারে। এই টুর্নামেন্টে অধিনায়কত্ব একটা বিরাট ভূমিকা পালন করে। টুর্নামেন্টের ইতিহাস দেখলেই তা বোঝা যায়।'
এখানে না থেমে অধিনায়কত্বের বিষয়ে তিনি বলেন, 'আমরা গতবার দেখেছি জাদেজাকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়। তবে হঠাৎ করে সেই দায়িত্ব পরিবর্তন ঠিকঠাক মানিয়ে নিতে পারেনি দল। সিএসকে যদি নতুন অধিনায়কের কথা ভাবে, তাহলে তাঁকে সময় দিতে হবে। পাশাপাশি সেই অধিনায়ককেও একটু অন্যরকম ভাবে দল পরিচালন করতে হবে। তবে এই নতুন অধিনায়কের অধীনে চেন্নাইয়ের খেলা একটু মুশকিল বলে আমি মনে করছি।' এর সঙ্গে সঙ্গেই অভিজ্ঞ ক্রিকেটারদের ফর্মে ফিরে আসার বিষয়ে তিনি বলেন, 'আজিঙ্কা রাহানে এবং পীযূষ চাওলাদের মতো ক্রিকেটারদের মুম্বই এবং চেন্নাই ফ্র্যাঞ্চাইজিতে খেলা অনেক সহজ। ওরা যা করছে সেই বিষয়ে নিজেরা বেশ আত্মবিশ্বাসী।'
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।