বাংলা নিউজ > ময়দান > উইম্বলডন খেললেও অলিম্পিক্স থেকে সরে দাঁড়ালেন ইউএস ওপেন জয়ী ডমিনিক থিয়েম

উইম্বলডন খেললেও অলিম্পিক্স থেকে সরে দাঁড়ালেন ইউএস ওপেন জয়ী ডমিনিক থিয়েম

ইউএস ওপেন জয়ী ডমিনিক থিয়েম (ছবি: গুগল)

রাফায়েল নাদালের পরে এবার ডমিনিক থিয়েম। আসন্ন টোকিও অলিম্পিক্স থেকে নাম তুলে নিলেন অজি টেনিস তারকা। তবে আসন্ন উইম্বলডনে দেখা যাবে থিয়েমকে।

রাফায়েল নাদালের পরে এবার ডমিনিক থিয়েম। আসন্ন টোকিও অলিম্পিক্স থেকে নাম তুলে নিলেন অজি টেনিস তারকা। তবে আসন্ন উইম্বলডনে দেখা যাবে থিয়েমকে। তিনি জানালেন আসন্ন সপ্তাহে আরও কঠিন পরিশ্রম করতে চান তিনি। উইম্বলডনে নিজের সেরাটা দিতে চান ডমিনিক থিয়েম। এবং তারপরে ইউএস ওপেনে নিজের শিরোপাকে ধরে রাখতে কোর্টে নামবেন তিনি। এক বার্তায় থিয়েম নিজের মনের কথা জানিয়েছেন।

নিজের বার্তায় ডমিনিক জানিয়েছেন, ‘আমি আপনাদের একটা খারাপ সংবাদ দিতে চাই। আমি আমার দলের সঙ্গে কথা বলে এবং বর্তমান অবস্থার বিচার করে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। আমি খুব কঠিন সিদ্ধান্ত নিতে চলেছি যে আমি আসন্ন টোকিও অলিম্পিক্স থেকে নিজের নাম প্রত্যাহার করছি।’

তিনি আরও জানান, ‘সমস্ত অ্যাথলিটদের মতো এটা আমার কাছেও গর্বের বিষয় ছিল যে আমি আমার দেশের হয়ে অলিম্পিক্সে খেলতে যাব। যদিও ২০২১ এ আমি যা আশা করেছিলাম সেই রকম ভাবে শুরু হয়নি এবং আমি ভেবেছিলাম আমি আমার সেরাটাই টোকিওতে দেব। শেষ দুই সপ্তাহ আমি কঠিন পরিশ্রম করেছি এবং ধীরে ধীরে নিজের জায়গায় আসার চেষ্টা করছি।’

নিজের লক্ষ্যের কথা বলতে গিয়ে ডমিনিক জানান, ‘আমার লক্ষ্য হল আসন্ন সপ্তাহে আরও কঠিন অনুশীলন করা এবং উইম্বলডনে নিজের সেরাটা তুলে ধরা, অনুশীলন করে ইউএস ওপেন টাইটেল ধরে রাখা। টোকিও অলিম্পিক্সের জন্য অস্ট্রেলিয়ান দলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি অনেক ছোট, আশা করি আমি ২০২৪ প্যারিস অলিম্পিক্সে অস্ট্রিয়ার হয়ে খেলতে পারব। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে।’

বন্ধ করুন