ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচ খেলতে আগেই দোহায় পৌঁছে গিয়েছিল ভারতীয় ফুটবল দল। এবার অল্প নিভৃতবাস কাটিয়ে মাঠে নেমে পড়লেন সুনীল ছেত্রী অ্যান্ড কোম্পানি। বলা হয়েছিল সুনীল ছেত্রী, গুরপ্রীত সিংদের RT-PCR রিপোর্ট নেগেটিভ হলেই অনুশীলনে নামতে পারবেন ইগর স্টিমাচের ছেলেরা। শেষ পর্যন্ত অনুশীলনে নেমে পড়েন তাঁরা।
দলের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে ভারতীয় ফুটবল দলের ম্যানেজমেন্ট। সেখানেই সুনীল ছেত্রীদের অনুশীলন করতে দেখা যাচ্ছে। প্রথমে তাঁরা হোটেলের লবিতে অপেক্ষা করতে থাকেন। এরপর সব প্রোটোকল মেনে মাঠে অনুশীলন করতে নামে।
যেখানে কোচ স্টিমাচকে ফুটবলারদের সঙ্গে কথা বলতে দেখা যায়। প্রথম দিনের অনুশীলনে বেশ খোস মেজাজেই ছিলেন ব্লু টাইগার্সরা। হাল্কা ওয়ার্ম আপের পরে বল নিয়ে দেখা যায় তাদের। দলের সঙ্গে টিম মিটিং করার পরে গোলকিপারদের সঙ্গে আলাদা করে সময় কাটান স্টিমাচ।
করোনার কারণে একটা সময় বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচ অনিশ্চিত হয়ে গিয়েছিল। অবশেষে ছাড়পত্র পাওয়ায় দোহার পথে সুনীল ছেত্রীরা। বলা হয়েছিল কোয়ারেন্টাইন পর্ব কমিয়ে যেহেতু অনুশীলনের জন্য বেশি সময় পাওয়া গেছে সেই কারণেই ভারত দোহার উদ্দেশ্য রওনা হয়েছে।
কাতার সরকারের নিয়ম অনুযায়ী দোহায় পা দিয়ে কমপক্ষে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয়, কিন্তু ভারতের জন্য সেই নিয়ম কমিয়ে দিয়েছিল কাতার সরকার।
অবশেষে প্রাক বিশ্বকাপ ও এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বের তিনটে ম্যাচ খেলার জন্য বুধবার দোহাতে পৌঁছে অনুশীলনে নেমে পড়ল ভারতের ফুটবল দল। ২৮ জন ফুটবলারকে সেখানে নিয়ে গেছেন কোচ ইগর স্টিমাচ। করোনা সারিয়ে দলে ফিরেছেন সুনীল ছেত্রীও। দোহায় টিম হোটেলে কোয়ারান্টিন কাটিয়ে মাঠে নেমে পড়লেন সুনীলরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।